ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

দোহারে ২১ আগস্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ২১-৮-২০২১ দুপুর ৪:৩৫

বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে ও ঘূর্ণ পরিকল্পনায় বাংলাদেশ আওয়ামী লীগের জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশে ২০০৪ সালেরর ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে দোহার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার জয়পাড়ায় বাজারে অবস্থিত ফজলুর রহমান ফাউন্ডেশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ২১ আগস্ট বোমা হামলাকারীদের পাশাপাশি এর পরিকল্পনাকারীদেরও বিচারের আওতায় আনার দাবি জানান। 

ঢাকার দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক।

প্রধান অতিথি বলেন, যারা ওই দিন গ্রেনেড হামলা করেছিল এদের মূল লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে হত্যা করা। ১৭ বছর অতিবাহিত হলেও ২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহ স্মৃতি জাতি আজও ভুলতে পারেনি। ভয়াল সেই হামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন, আহত হন পাঁচ শতাধিক লোকজন। আহতদের অনেকেই এখনো তাদের শরীরে গ্রেনেডের স্প্লিন্টার আর দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। তেমনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শ্রবণের সমস্যা নিয়ে আছেন। তাই আমরা দোয়া করি যাতে আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা বড় হায়াত দান করেন।

বিশেষ অতিথির বক্তব্য ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বললেন, আওয়ামী লীগের মঞ্চের চারপাশ থেকে গুলি শুরু হলো। তখনই আমার সামনে দেখি মানুষ লুটিয়ে পড়ছে গ্রানেডের স্প্লিন্টারের আঘাতে। আমি নিজ চোখে দেখিছি তারেক জিয়ার নির্দেশে কিভাবে পুলিশ গুলি করেছে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর।

সভায় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক বসির আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বেপারীসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় হোসাইনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ।

সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক।

এমএসএম / জামান

তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ

পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র

জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা

মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল

এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী

বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা

কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী

রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী

বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত

ত্রিশালে জেঁকে বসেছে শীত, ফুটপাতে জমে উঠেছে বিক্রি

৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে এ দেশের ছাত্র জনতা -মিয়া গোলাম পরওয়ার

সন্দ্বীপে ৫ শতাধিক পরিবারের চলাচলে স্বস্তি