প্রথম গানেই স্বপ্ন পূরণ প্রিন্স মিলনের

বর্তমান সমযের উদিয়মান তরুণ কন্ঠশিল্পী প্রিন্স মিলন । তিনি মিষ্টি কন্ঠের অধিকারি । পুরো নাম মিলন হোসেন। সবাই প্রিন্স মিলন হিসেবেই তাকে চেনেন।২০০২ সালে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের অর্জুনী গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা রিয়াজ উদ্দিন ও মা মিনা বানু ।ছোট বেলা থেকেই গানের প্রতি অদম্য টান মিলনের । ছোটবেলা থেকেই গান গাওয়ায় হতেখড়ি নেন তিনি।প্রথম প্রথম একজন ওস্তাদের কাছে বেশকিছুদিন তালিম নেন। আয়ত্ব করেন গানের বিভিন্ন দিক।এরপর নিয়ম করেই গানের চর্চা চালিয়ে যান তিনি।
গান নিয়ে তার অনেক স্বপ্ন। স্বপ্নের পাখায় পালক লাগাতে গিয়েছেন বহু মানুষের কাছে। তবে বরাবরই বিমুখ হয়েছেন।কিন্তু দীর্ঘদিনের সঙ্গীত সাধনা এবার স্বার্থক হচ্ছে প্রিন্স মিলনের।সম্প্রতি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘করলি বুকে ক্ষত’ শিরোনামের গান। গানটি বৃহস্পতিবার (১৯ আগস্ট) সৃষ্টি মাল্টিমিডিয়ার (Sristy multimedia ) ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি গানের কথা ও সুর করেছেন প্রিন্স মিলন এবং গানটি কম্পোজ করেছেন সংগীত পরিচালক সজিব দাস। গানটির ভিডিও পরিচালনায় ছিলেন সৃষ্টি টিম।
গানটি প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান সৃষ্টি মাল্টিমিডিয়ার কর্নধার আমিরুল ইসলাম বলেন, সৃষ্টি মাল্টিমিডিয়য় ‘করলি বুকে ক্ষত’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে। এই গানটি মানুষের মনে দাগ কাটার মতো। আশা করি দর্শক শ্রোতাদের ভালো লাগবে। সবাইকে গানটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।উচ্ছ্বসিত প্রিন্স মিলন জানান, ‘আমার জীবনের স্বপ্ন পূরণ হচ্ছে এই গানটির মাধ্যমে। সেই স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে সৃষ্টি মাল্টিমিডিয়া। প্রথমত কৃতজ্ঞতা জানাই অভিনেতা আমিরুল ইসলাম (নয়ন বাবু) ভাইয়ের প্রতি। তিনি আমাকে গানগুলো করার সুযোগ না দিলে হয়তো গান গুলো করতে পারতাম না।সব শ্রেনীর শ্রোতাদের কথা চিন্তা করেই গীতিকবিতাটি লিখেছি ও সুর করেছি। গানটিতে বিরহের সমন্বয় ঘটেছে। গানটি বর্তমান প্রজন্মের জন্য লিখেছি ।
দৈনিক সকালের সময়'র মাধ্যমে শ্রোতাদের উদ্যেশ্যে প্রিন্স মিলন বলেন, আশা করি গানগুলো আপনাদের অনেক ভালো লাগবে। পাশাপাশি সামনে আরো কিছু গান রের্কড করবো। সকলে আমার জন্য দোয়া করবেন,আমি যেনো আমার স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যেতে পারি।পরিশেষে বলছি সবাই বেশি বেশি বাংলা গান শুনুন ও শুদ্ধতার সাথে থাকুন।
এমএসএম / এমএসএম

ভরা মঞ্চে শ্রদ্ধা কাপুরকে নিয়ে মনের কথা জানালেন আমাল মালিক

সালমান মেয়েদের ভীষণ চোখে চোখে রাখতেন : সেলিনা

কালো-সোনালি সাজে রাজকীয় আবেদনে জয়া

শাকিব খানের নায়িকার সঙ্গে কী করছেন যিশু

নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয় : নুসরাত

মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

ট্রায়াল রুমে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো : ইরফান সাজ্জাদ

বঙ্গ নিয়ে এলো নতুন গেম শো ‘গেম টাইম’

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

১২ কেজি ওজন কমানোর কারণ জানালেন আশিকা
Link Copied