মান্দায় ইউনিয়ন পরিষদ ভবন মেরামত-সংস্কার কাজে ব্যাপক অনিয়ম
 
                                    নওগাঁর মান্দা উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের ভবন মেরামত ও সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। 
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে চলমান উপজেলার ১৪ টি ইউনিয়নের মেরামত ও সংস্কার কাজে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। কিন্তু সিডিউল অনুযায়ী কোন পরিষদ ভবনে সন্তোসজনকভাবে মেরামত ও সংস্কার কাজ করা হচ্ছেনা বলে  অভিযোগ উঠেছে। অধিক মুনাফা লাভের জন্য ১৪ জন ইউপি চেয়ারম্যানের মধ্যে ১১ জন ইউপি চেয়ারম্যান মেরামত ও সংস্কার কাজ ২-৩ লক্ষ টাকার বিনিময়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় করে নিয়েছেন। অন্য তিনটি ইউনিয়নের মধ্যে কালিকাপুর, নুরুল্যাবাদ ও কুসুম্বা ইউনিয়ন পরিষদ ভবন ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করলেও সেটির কাজও সন্তোষজনক হয়নি বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজস ও চেয়ারম্যানদের সুবিধা গ্রহণে চলছে নিম্নমানের দায়সারা মেরামত ও সংস্কার কাজ। চেয়ারম্যানের প্রত্যয়ন ছাড়া সংস্কার কাজের বিল মিলবেনা এমন সুযোগ কাজে লাগিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও চেয়ারম্যানরা ফায়দা লুটে নেওয়ার পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে গোপন স্বত্ত্ব-সাপেক্ষে বাস্তবায়নকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অধিকাংশ চেয়ারম্যানের নিকট থেকে কাজের আগেই প্রত্যায়ন গ্রহণ করেছেন।
সরেজমিনে উপজেলার মৈনম, কাঁশোপাড়া, ভালাইন, কসব, কালিকাপুর, পরানপুর ও নুরুল্যাবাদ ইউনিয়ন পরিষদে গেলে ইউপি সদস্য ও গ্রাম পুলিশেরা জানান, ভবন মেরামত ও সংস্কার কাজ সন্তোষজনক ভাবে করছেন না চেয়ারম্যান ও ঠিকাদারি প্রতিষ্ঠান। ভবনের বাইরে ওয়েদারগার্ড এবং ভিতরে ডিসটেম্পার রং করার কথা থাকলেও নিম্নমানের রং ব্যবহার করছেন। যা ব্যবহারের কয়েকদিনের মাথায় উঠে যাচ্ছে। এছাড়াও রিপিয়ারিং, বৈদ্যুতিক, স্যানিটেশন, পানির ট্যাংকি, ড্রেন, দরজা-জানালা, গ্রিল, টয়লেট, ছাদ মেরামত ও সংস্কার দায়সারা ভাবে করেছেন। অনেক ইউনিয়ন পরিষদে পুরাতন কাজকে নতুন কাজের তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ এসেছে।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শাইদুর রহমান মিঞা জানান, আপনারা এগুলো কাজ না দেখে উন্নয়নমূলক কাজ তুলে ধরেন। আর পরিষদের মেরামত ও সংস্কার কাজ যথা নিয়মে চলছে। অনিয়মের করার কোন সুযোগ নেই।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু জানান, ইউনিয়ন পরিষদের কাজ কিছুটা নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ পেয়েছি। এজন্য কাজগুলো যাচাই বাছাই করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান যতটুকু কাজ করবে ততটুকুই বিল দেওয়া হবে। অভিযোগ পেয়ে আমি বিভিন্ন ইউনিয়ন পরিষদ ভবন পরিদর্শন করছি।
এমএসএম / এমএসএম
 
                সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা আটক ১
 
                নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
 
                চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন
 
                শ্রীনগরে বসতবাড়িতে হামলা, আহত ৩
 
                মোহনগঞ্জে লোকাল ট্রেনের চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে
 
                গোবিপ্রবি প্রশাসনের উদ্যোগে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম
 
                সর্বস্ব হারিয়ে স্ট্রোকে আক্রান্ত ইউনুসের যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন
 
                আদমদীঘিতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে লুম উপ-প্রকল্পের প্রকল্প পরিচিতি কর্মশালা
 
                জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক কে সংবর্ধনা প্রদান
 
                শ্রীপুরে অনুমোদনহীন পশুখাদ্য উৎপাদন: গ্রেজ এগ্রো লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা
 
                ইন্দুরকানী ইউসিসিএ নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি নির্বাচিত
 
                নোয়াখালীতে সাবেক সেনা কর্মকর্তা জায়গা দখল ও হত্যা চেষ্টার অভিযোগ
 
                 
                