হুমকির মুখে বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল সেক্টর
বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল সেক্টর হুমকির মুখে রয়েছে বলে উল্লেখ করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)। গতকাল দুপুর ১২ টায় বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিটিএমএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন।
মোহাম্মদ আলী খোকন বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে টেক্সটাইল ও অ্যাপারেল সেক্টরের অবদান অপরসীম। কিন্তু দুঃখের বিষয় এ সেক্টরটি বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে জ্বালানি সংকটের জন্য স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারছে না । বিগত কয়েক মাস যাবত তীব্র গ্যাস সংকটের কারনে মিলগুলি তাদের উৎপাদন ক্ষমতার মাত্র ৪০ থেকে ৫০ শতাংশের বেশী ব্যবহার করতে পারছে না । ফলশ্রুতিতে সুতা ও কাপড়ের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় উৎপাদন খরচ প্রায় দ্বিগুন হওয়ায় প্রতিযোগী দেশগুলোর সাথে এ সেক্টরের প্রতিযোগিতার সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষুন্ন করছে। যার প্রভাব তৈরী পোশাক রপ্তানিতে প্রতিফলিত হচ্ছে। টেক্সটাইল শিল্পে উৎপাদন খরচ বাড়াতে আমাদের স্থানীয় বাজারও বিদেশীদের হাতে চলে যাচ্ছে।
তিনি বলেন, ইতিমধ্যে ২০২৪-২৫ অর্থ বছরের জাতীয় বাজেট পাশ হয়েছে। এ বাজেটে টেক্সটাইল ও অ্যাপারেল সেক্টরের জন্য উল্লেখযোগ্য কোন পলিসি সাপোর্ট এবং এই সেক্টরকে সুরক্ষার জন্য কোন ব্যবস্থা রাখা হয়নি । উপরন্ত গত ৩০ জুন ২০২৪ তারিখ বাংলাদেশ ব্যাংক ২০২৪-২৫ অর্থ বছরের রপ্তানির বিপরীতে প্রনোদনা/নগদ সহায়তা প্রদানের নিমিত্তে এফ.ই সার্কুলার নং ১২ জারি করেছে । সার্কুলারটিতে টেক্সটাইল এবং অ্যাপারেল সেক্টরের জন্য প্রযোজ্য ১,২,৩,৪ এবং ৫ সিরিয়ালের আইটেম সমূহে (যার সবগুলোই বিটিএমএ সদস্য অর্থাৎ প্রাইমারী টেক্সটাইল সেক্টর কর্তৃক উৎপাদিত পণ্য) রপ্তানির বিপরীতে প্রনোদনা/নগদ সহায়তার উল্লেখযোগ্য পরিমানে কমানো হয়েছে, ফলে এ শিল্প মারাত্মক ঝুঁকিতে পড়বে এবং এ শিল্পের অগ্রযাত্রা থেমে যাবে এবং ব্যাপক সম্ভাবনাময় এ শিল্পটি ভবিষ্যতে বাংলাদেশের পাট শিল্পের মতো বিলুপ্ত হতে পারে ।
বিটিএমএ’র প্রেসিডেন্ট বলেন, আমরা জানতে পেরেছি নভেম্বর ২০২৬ এর এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলে নগদ সহায়তা কমানো হয়েছে কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের এখনো প্রায় আড়াই বছর বাকী এবং এলডিসি গ্র্যাজুয়েশন হলেও গ্রেস পিরিয়ড হিসেবে ২০২৯ সাল পর্যন্ত শিল্পখাত সমুহ নগদ প্রনোদনা পেতে পারে এ শিল্পে যেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে তাতে এ শিল্প অচিরেই ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে যাবে যা দেশের পাট শিল্পের ভাগ্যবরন করবে বলে আমরা মনে করছি। তিনি বলেন, টেক্সটাইল সেক্টরের মিলগুলি দেশের ১৭ কোটি জনগোষ্ঠির বস্ত্রের মৌলিক চাহিদার প্রায় সম্পূর্নই যোগান দিচ্ছে যাতে বিপুল বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে । বাংলাদেশ ট্রেড এবং ট্যারিফ কমিশনের ২০২০ সালের প্রতিবেদন অনুযায়ী দেশে প্রতি বছর ৬.৫ বিলিয়ন মিটারের ফেব্রিক/কাপড়ের চাহিদা রয়েছে । সে অনুযায়ী বর্তমানে দেশের মানুষের কাপড়ের চাহিদা প্রায় ৭ বিলিয়ন মিটার এবং প্রতি মিটার কাপড়ের মূল্য ২ ডলার হিসেবে স্থানীয় জনগণের জন্য বছরে প্রায় ১৪ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১ লক্ষ ষাট হাজার কোটি টাকা প্রয়োজন । এমতাবস্থায়, অনতিবিলম্বে ৩০ জুন ২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংকের জারীকৃত এফ.ই সার্কুলার নং ১২ প্রত্যাহার করে নগদ প্রণোদনা পূর্বের অবস্থায় আনা,দ্রুত সময়ের মধ্যে টেক্সটাইল শিল্পের জন্য একটি যুগোপযোগী “টেক্সটাইল পলিসি” প্রণয়ন এবং ব্যাংক লোন পরিশোধের জন্য এক বছরের গ্রেস পিরিয়ড প্রদানের জোর দাবী জানাচ্ছি। (বিজ্ঞপ্তি)
এমএসএম / এমএসএম
ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৬ সালের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫১তম পর্ষদ সভা অনুষ্ঠিত
এনআরবিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’ অনুষ্ঠিত
মানোন্নয়নের পাশাপাশি উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় ঃভাইস-চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র উদ্যোগে ব্যামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত
ডিবিএইচ ফাইন্যান্সের বগুড়া শাখার উদ্বোধন
ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার্স কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
এনসিসি ইসলামিক ব্যাংকিং ফেনী শাখার শুভ উদ্বোধন
কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত
২য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা বেড়ে ৩৬৩.৩৪ কোটি টাকা