ঢাকা মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

কারিগরি প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৮-৭-২০২৪ দুপুর ১:৪৩

স্বামীর ফুলঝাড়ু বিক্রির টাকায় নুন আনতে পানতা পুরোয়। অভাব অনটন দূর করতে কাজের সন্ধানে পোশাক তৈরির কারখানায় ধর্ণা দিলেও প্রশিক্ষণ না থাকায় মিলছে না কাজ। রাউজান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সুয়িং প্রশিক্ষণ তার ভাগ্য বদলে দিয়েছে। অন্যদিকে ভবিষ্যতে যাতে চাকরীর পেছনে ঘুরতে না হয় সেজন্য প্রশিক্ষণ নিচ্ছেন রাউজান কলজের অনার্স ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী তুলি বড়ুয়া। দক্ষতা অর্জন করে আয়ের স্বপ্ন দেখছেন তিনি। শিমু ও তুলির মতো আরও অনেক নারীর গল্প লুকিয়ে আছে রাউজান কারিগরে প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিটি বিভাগে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর একান্ত প্রচেষ্টায় রাউজানের গহিরা কুন্ডেশ্বরী সংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে  প্রতিষ্ঠিত রাউজান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ নিচ্ছেন শত শত নারী-পুরুষ। ইতোমধ্যে ৫ হাজারের বেশি নারী-পুরুষ প্রশিক্ষণ নিয়ে কেউ চাকুরী জীবী আবার কেউ আর্থিক উপার্জন করে স্বাবলম্বী। রাঙামাটি সরকারি কলেজের  অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের মো. কামরুল ইসলাম,  রাউজান কলেজের অনার্স ১ম বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র আরফাত আহম্মদ নোহান বলেন, তথ্যপ্রযুক্তি এই যুগে চাকরির পেছনে না ঘুরে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাড়াতে চাই। আমরা কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে পরিবারের হাল ধরার জন্য চেষ্টা করছি। ব্লক বাটিক এন্ড স্ক্রীন প্রিন্টিংয়ের প্রশিক্ষণ নিয়ে অর্থ উপর্জনের স্বপ্ন দেখছেন কমার্স কলেজের এম.বি.এ এর শিক্ষার্থী বৃষ্টি শীল, গাড়ি চালক মনসুর মিয়ার স্ত্রী রেশমিসহ রিয়া সেন, তানিয়া কবি চৌধুরীরা। এ প্রতিষ্ঠানে বর্তমানে কম্পিউটার অপারেশন,  গ্রাফিক্স ডিজাইন, সুইং মেশিন অপারেশন,  ব্লক বাটিক অ্যান্ড স্ক্রীন প্রিন্টিং,টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং  সহ তিনমাস মেয়াদী ৫টি কোর্স চালু আছে। এছাড়া বিদেশগামী যুবকদের জন্য রয়েছে তিনদিনব্যাপী  প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন (পিডিও) প্রশিক্ষণ কোর্স। পহেলা জুলাই থেকে জুলাই, আগস্ট,  সেপ্টেম্বর সেশনে সরাসরি ভর্তি করানো হবে বলে জানিয়েছেন রাউজান সরকারি টিটিসির অধ্যক্ষ শ্যামল বড়ুয়া। তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে এসেট প্রকল্পের অধিনেও স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রম চালু আছে। দক্ষ ও শিক্ষিত ১০ জন প্রশিক্ষক নিয়মিত  প্রশিক্ষণ প্রদান করেন। দক্ষ মানব সম্পদ করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি।’

এমএসএম / এমএসএম

স্বাধীনতার পরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বিএনপির জন্ম: ডা. মাজহার

বকশীগঞ্জে কৃষকের ৬১ শতক জমি ধান নষ্ট করে দিলো প্রভাবশালীরা

রায়গঞ্জে লাখো মানুষের ভরসা দড়িটানা নৌকা : জনপ্রতিনিধিদের কেউ কথা রাখেনি

দেশী-বিদেশী ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনৈতিক আকাশে মেঘ ধরেছে: মো.শাহজাহান

ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে আসামী গ্রেফতার করায় অতর্কিত হামলায় এএসআই শেখ সাদী আহত

টেকনাফে মাদক সাম্রাজ্য: কাদের নিয়ন্ত্রণে ভয়ংকর চোরাচালান চক্র

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

রাণীনগরের সেই শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

টাঙ্গাইলে ৩৩১২ প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৫০ জনের পুলিশে চাকরি

উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন

নতুন শপথের মাধ্যমে বরগুনায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত