গুরুদাসপুর পৌরসভার ১৩০ কোটি টাকার বাজেট ঘোষণা
নাটোরের গুরুদাসপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার ৮ জুলাই বেলা ১২ টায গুরুদাসপুর পৌরসভা মিলনায়তনে মেয়র শাহনেওয়াজ আলী ১৩০ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ৭২৩ টাকার ওই বাজেট ঘোষণা করেন।
পৌর মেয়র শাহনেওয়াজ আলীর সভাপতিত্বে ঘোষিত ২০২৪-২৫ অর্থ বছরের মূল বাজেট ধরা হয়েছে ১৩০ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ৭২৩ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ১৩০ কোটি ৬৫ লাখ ১ হাজার ৮৬০ টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৯ লাখ ৭৯ হাজার ৮৬৩ টাকা। এছাড়া রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৯৮৩ টাকা ও রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ৯ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৮৬০ টাকা। বাজেটের মোট স্থিতি ধরা হয়েছে ৯ লাখ ৭৯ হাজার ৮৬৩ টাকা।
উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা।
এসময় বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাসান আলী, হিসাবরক্ষক মো. নুরুজ্জামান টিবলু, রিপোর্টার্স প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক মো. সাজেদুর রহমান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সবুজ, আব্দুল বারী প্রমূখ। এছাড়াও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্মার্ট পৌরসভা গড়ার লক্ষ্যে এবারের বাজেটে রাস্তা, ড্রেন, বৈদ্যুতিক বাতি, ময়লা আবর্জনার ডাম্পিং জোন নির্ধারণ, শিক্ষা, স্যানিটেশন, পানি সরবরাহ, এবং চাঁচকৈড় হাটের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ধরা হয়েছে।
এমএসএম / এমএসএম
হাকালুকি হাওরের পরিবেশ সুরক্ষায় ২৭ হাজার হিজল গাছের চারা রোপণ সম্পন্ন
গাজীপুরে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক যেন মরণ ফাঁদ, দুই যুগ ধরে সংস্কারহীন
খুলনা হেরাজ মার্কেটে ভোক্তা অধিদপ্তরের অভিযান; জরিমানা
ফুলছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ কারিগরি কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ইব্রাহিম আকন্দ সেলিম
মনোহরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিএনপির মিডিয়া সেলের ম্যানেজারের মতবিনিময় সভা
নির্বাচনের প্রকৃত অবস্থা বোঝা যাবে প্রচারণা শুরুর পর : মির্জা ফখরুল
বাগেরহাটের ফকিরহাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
চাঁদপুরের বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি, পিছিয়ে জামায়াত
থানা হবে সাধারণ মানুষের আস্থা ও ভরসার কেন্দ্রস্থল: এসপি তারিকুল ইসলাম
বাকেরগঞ্জে স্কুল এন্ড কলেজের থামিয়ে রাখা গাড়ির উপর উঠিয়ে দিল লরী আহত ৪
নড়াইলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল