ঢাকা মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামে বিএনপির বড় সমাবেশের ২৪ ঘন্টায় কমিটি বাতিল, তৃণমূলে ক্ষোভ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৯-৭-২০২৪ দুপুর ১:৩৬

চট্টগ্রামে বিএনপি একটি বড় সমাবেশ করার ২৪ ঘন্টা পার না হতেই ওই কমিটি বাতিল করে নতুন কমিটি দিয়েছে কেন্দ্র। ব্যাপক জনপ্রিয় কমিটি বাতিল করে অপেক্ষাকৃত নতুন দুর্বল কমিটি করায়, তৃণমূলে ক্ষোভ দেখা দিয়েছে। সেই ক্ষোভ ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী  দলের (বিএনপি) সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সদ্য বিদায়ী আহ্বায়ক ডা. শাহদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের নেতৃত্বে শনিবার বিকালে খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামে সমাবেশ করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশ করার ২৪ ঘন্টা যেতে না যেতেই শাহদাত-বক্করের কমিটি বাতিল করে নতুন কমিটি দেয়ায় তৃণমূল ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতা কর্মীরা হঠাৎ ডা. শাহদাত হোসেন এবং আবুল হাশেম বক্করকে বাদ দিয়ে কমিটি দেয়ায় কোন অবস্থাতে মেনে নিতে পারছেনা।  শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভ প্রতিবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কমিটিকে অভিনন্দন জানানোর চেয়ে সমালোচনার ঝড় উঠেছে বেশি।
গত শনিবার (৬জুলাই) বিকালে কাজীর দেউরী নাসিমনভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে নুর আহম্মেদ সড়কে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সমাবেশ করে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলুর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বিভাগীয় সমন্বয়কারী মাহবুবের রহমান শামীমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির শ্রমসম্পাদক এ এম নাজিম উদ্দীন, মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সদস্য সাথীউদয় কুসুম বড়ুয়া, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুলহক এনাম, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন প্রমুখ।
চট্টগ্রাম মহানগর শাখায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। দুই সদস্যের কমিটিতে এরশাদ উল্ল্যাকে আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা নাজিমুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে। গত রোববার (৭ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জানা যায়, চট্টগ্রাম মহানগর বিএনপিতে ডা. শাহদাত হোসেন ও আবুল হাশেম বক্কর বিএনপিকে তাদের পরিবারের চেয়ে বেশি সময় দিয়েছে। নগরীর প্রতিটি থানা,ওয়ার্ড, পাড়া মহল্লায় তাদের নিজস্ব একটি সেটআপ রয়েছে। বর্তমানে যে দুইজনকে দায়িত্ব দেয়া হয়েছে তাদের মধ্যে এরশাদ উল্ল্যাহ কোনমতে টাকা পয়সা খরচ করে হলেও তার নির্বাচনী এলাকায় একটি বলয় ধরে রাখলেও নাজিমুর রহমানের কখনো তার নিজস্ব কোন কর্মী বাহিনী ছিলনা এবং নেই। চট্টগ্রাম মহানগর বিএনপি চালানোর মত শক্তি সাহস তাদের নেই বলে মন্তব্য করেন একই দলের নেতাকর্মীরা। কমিটি ঘোষণার পরপর তৃণমূল নেতাকর্মীরা প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটির বিষয়ে মন্তব্য করে নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মাঈনুদ্দীন খান রাজিব লিখেছে, ”নবিএনপিতে ওয়ানম্যান শো’ নেতাদের মূল্যায়ন বেশি”। যুবদল নেতা মো. নুরুদ্দীন লিখেছেন ”২৬ বছর রাজনীতি করেছি দলের জন্য জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি, নেতারা আমাকে থানা কমিটিতে আহ্বায়ক হতে দেয়নি”। বিএনপি নেতা রেজাউল করিম মিন্টু লিখেছেন ”আবুল হাশেম বক্কর অসংখ্যা নেতা বানানোর কারিগর।” এডভোকেট এনামুল হক লিখেছেন, ”বিএনপি করতে গিয়ে শাহদাত-বক্কর আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্থ এদের মূল্যায়ন করা উচিত ছিল। তৃণমূলে তারা এখনো খুব জনপ্রিয়।” চট্টগ্রাম মহানগর যুবদলের ধর্ম বিষয়ক সম্পমাদক মহিউদ্দীন মুকুল বলেন, ”আজ ৭/৭/২০২৪ তারিখ হলো বিএনপির কবর রচনার দিন।” রেয়াজুদ্দিন বাজার ইফনিট বিএনপির সভাপতি আব্দুল মান্নান বলেন, ”বিএনপিতে ত্যাগীদের মূল্যায়ন হয় না, টাকার মূল্যায়ন হয়”। নগর যুবদলের সহসভাপতি আবু সুফিয়ান লিখেছেন বুঝলাম কর্মের জিরো। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সদস্য শফিকুল ইসলাম লিটন বলেন, ”মহানগর বিএনপি এখন কুমিরের পেটে”। পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম বলেন, ”দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত দলকে জীবিত রেখেছে ডা. শাহদাত হোসেন। শাহদাত-বক্কর বেস্ট অব বিএনপি।” বিএনপির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেয়ার চেয়ে নেতাকর্মীরা প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করে বেশি পোস্ট দিয়েছে।
এ বিষয়েবিএনপির নব নির্বাচিত আহ্বায়ক এরশাদ উল্ল্যাহ বলেন, কেন্দ্র থেকে যেহেতু আমাকে দায়িত্ব দেয়া হয়েছে আমি সবাইকে সাথে নিয়ে কাজ করব। ডা. শাহদাত এবং আবুল হাশেম বক্করের অবদান কখনো ভুলার মতনা আমি তাদের পরামর্শে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করব। সবার সহযোগিতা কামনা করছি।
 নতুন কমিটি দেয়ার বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহদাত হোসেন বলেন, ”কমিটি যেহেতু দিয়ে ফেলছে, সেখানে আমার কিছু করার এবং বলার নেই। কমিটির বিষয়ে কোন ধরণের মন্তব্য করব না।
চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটির বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ”শমিটি আমাদেও ভারপ্রাপ্ত ভাইস চেয়ারপার্সন দিয়েছে। সেখানে আর কারো হাত নেই। আশা করি কমিটি ভালো হবে তারা কাজ করলে সবাই তাদেও সহযোগিতা করবে। বিএনপি বড় একটি দল, যাকে যোগ্য মনে করেছে তাদের দায়িত্ব দেয়া হয়েছে।” তবে এত বড় সফল একটি সমাবেশ করার ২৪ ঘন্টা পার না হতে নতুন কমিটি দেয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে নারাজ।##
উল্লেখ্য গত ১৩ জুনচট্টগ্রামমহানগরবিএনপিরআহ্বায়ককমিটিবিলুপ্ত করা হয়েছিল। ২০২০ সালে ২৩ ডিসেম্বর ডা. শাহাদাত হোসেনকেআহ্বায়ক ও আবুলহাশেমবক্করকেসদস্যসচিবকরে ৩৯ সদস্যেরকমিটিগঠন করা হয়। এর আগে ২০১৬ সালের ৬ আগস্ট ডা. শাহাদাতকেসভাপতি ও আবুলহাশেমবক্করকেসাধারণসম্পাদককরেতিন সদস্যেরকমিটিগঠন করা হয়। ২০১৭ সালের ১০ জুলাই ২৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিগঠন করা হয়। ২০১০ সালেরজানুয়ারি থেকে ২০১৬ সালেরআগস্ট পর্যনমশদলের স্থায়ীকমিটিরসদস্য আমীরখসরুমাহমুদ চৌধুরীসভাপতিএবং ডা. শাহাদাত হোসেননগরবিএনপিরসাধারণসম্পাদকহিসেবে দায়িত্বে ছিলেন।

 

এমএসএম / এমএসএম

স্বাধীনতার পরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বিএনপির জন্ম: ডা. মাজহার

বকশীগঞ্জে কৃষকের ৬১ শতক জমি ধান নষ্ট করে দিলো প্রভাবশালীরা

রায়গঞ্জে লাখো মানুষের ভরসা দড়িটানা নৌকা : জনপ্রতিনিধিদের কেউ কথা রাখেনি

দেশী-বিদেশী ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনৈতিক আকাশে মেঘ ধরেছে: মো.শাহজাহান

ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে আসামী গ্রেফতার করায় অতর্কিত হামলায় এএসআই শেখ সাদী আহত

টেকনাফে মাদক সাম্রাজ্য: কাদের নিয়ন্ত্রণে ভয়ংকর চোরাচালান চক্র

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

রাণীনগরের সেই শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

টাঙ্গাইলে ৩৩১২ প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৫০ জনের পুলিশে চাকরি

উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন

নতুন শপথের মাধ্যমে বরগুনায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত