মেধাবী শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে জাতি এবং রাষ্ট্রের কল্যাণে নিজেকে গড়ে তুলতে হবে: আ.জ.ম. নাছির উদ্দীন
৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে গতকাল সন্ধ্যা ৭টায় আলকরন স্থানীয় এক কমিউনিটি সেন্টারে এস.এস.সি ও এইচ.এস.সি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আজম নাছির উদ্দীন। অনুষ্ঠানের আয়োজক ও ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবি, সংবর্ধিত অতিথি নব—নির্বাচিত পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম দিদার, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন, শিক্ষক শাহাদাত হোসেন, শিক্ষক অঞ্চল চৌধুরী, মহানগর যুবলীগের যুগ্ম—সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, মহানগর ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অসিউর রহমান, সদস্য শাফফাত বিন আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন যৌথভাবে রিনিকা পাল মুন, কোতোয়ালি থানা ছাত্রলীগ সভাপতি অনিন্দ্য দেব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মন্ডলী সদস্য মনজুরুল আলম, সমাজসেবক জাহাঙ্গীর সিদ্দিকী, ইমরান কাদের, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলী সদস্য মোসলেউদ্দিন দিদার, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য খোরশেদ আলম রহমান, সাবেক ছাত্রনেতা তাজউদ্দিন রিজভী, আব্দুল্লাহ আল মামুন, তানভীর আহমেদ রিঙ্কু, তাজুল ইসলাম মামুন, আব্দুল আজিজ, এনামুল হক, তারাপদ দাশ, আব্দুল মতিন, হুমায়ুন মোরশেদ শাকিল, ওসমান গনি বাপ্পি, জামাল উদ্দিন মাসুম,মোহাম্মদ খোরশেদ আলম, সামিউল হাসান রুমন, জমির উদ্দিন পারভেজ, মিজানুর রহমান জসিম, সৈয়দুল ইসলাম, নুরুল আজিম, আলাউদ্দিন বাপ্পি, আকতার মিয়া, শওকত হোসেন, রাশেদুল আলম, নেজাম উদ্দিন রুবেল, মোহাম্মদ নিয়াজ, হুমায়ুন কবির রিকু, জুয়েল রহমান, গোল নেওয়াজ, মোঃ হারুন, আমিনুল ইসলাম সাহেদ, শফিউল আলম জনি, মোঃ সোহেল হক, ছাত্রনেতা আতিকুর রহমান, আসিফুল হক সিফাত, অঞ্জন দাশ, নবাব প্রমূখ।
প্রধান অতিথি আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, মেধাবীরাই জাতিকে সঠিক পথের দিশা দিতে পারে। দেশকে কল্যাণমুখী রাষ্ট্রে উন্নীত করতে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। তাই নীতির প্রশ্নে অটুট থেকে আত্মকেন্দ্রিকতা পরিহার করে শিক্ষার্থীদের যোগ্য মানুষ হয়ে আলোকিত সমাজ ও দেশ গড়ার ভূমিকা পালন করতে হবে। সভাপতির বক্তব্যে হাসান মুরাদ বিপ্লব বলেন, সমাজের দর্পন জাতি গঠনে যাদের ভূমিকা অপরিসীম সেইসব শিক্ষকদের নির্দেশনায় মনোনিবেশ করতে হবে। কারণ আজকের মেধাবীরাই একদিন দেশকে নেতৃত্ব দেবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম