ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

কুয়েতে নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের দায়িত্ব গ্রহণ


রহমান মাহমুদ, কুয়েত photo রহমান মাহমুদ, কুয়েত
প্রকাশিত: ১০-৭-২০২৪ দুপুর ২:২৪
কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও এসপি, এডব্লিউসি, পিএসসি  দায়িত্ব গ্রহন করেছেন।  দায়িত্ব গ্রহন করেই  তিনি 
প্রথমেই দূতাবাসের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে নিয়ে বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মান্যবর রাষ্ট্রদূত কুয়েতে অবস্থানরত বাংলাদেশী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। প্রথমেই তিনি কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রদান করায় মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। মতবিনিময় কালে তিনি কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সামগ্রিক কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিনি দূতাবাসের কনস্যুলার সেবার মানকে আরো সহজ এবং আধুনিকীকরন করা এবং দূতাবাসকে প্রবাসীবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ প্রেক্ষিতে তিনি প্রবাসীদের দোরগোড়ায় কনসুল্যার সেবা পৌছে দিতে কুয়েতের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান কনস্যুলার সেবা চালু করার কথা বলেন। তার দায়িত্ব পালনকালে কুয়েতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে কাজ করার লক্ষ্যে উভয় দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি ও উচ্চ পর্যায়ের  সফরের উপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত কুয়েতের স্বাস্থ্য, প্রযুক্তি, প্রকৌশল এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে আরো বেশী সংখ্যক দক্ষ বাংলাদেশী জনবল নিয়োগের চেষ্টা চালাবেন মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি কুয়েতের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন ক্ষেত্র  তৈরীর জন্য কাজ করবেন মর্মে জানান।  মান্যবর রাষ্ট্রদূত কুয়েতের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ককে আরো সহযোগিতামূলক এবং শক্তিশালী করতে চান।পরিশেষে তিনি কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদেরকে কুয়েতের স্থানীয় আইন-কানুন মেনে চলার আহ্বান জানান এবং প্রবাসে কষ্টার্জিত অর্থ বৈধ চ্যানেলে দেশে প্রেরণের জন্য অনুরোধ করেন। এ সময় মান্যবর রাষ্ট্রদূত কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
 
সে সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ হাসান উজ-জামান, মিনিস্টার শ্রম মোঃ আবুল হোসেন, কাউন্সেলর ও দূতালয় প্রধান মুহাম্মদ মনিরুজ্জামান, কাউন্সিলের ভিসা পাসপোর্ট মোঃ ইকবাল আকতার, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির সহ দূতাবাসের উর্দ্ধতন কর্মকর্তা কর্মচারী ও বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি আ হ জুবেদ, মাই টিভির প্রতিনিধি আল আমীন রানা, যমুনা টিভির প্রতিনিধি হেবজু, একাত্তর টিভির প্রতিনিধি সাদেক রিপন, গাজী টিভির প্রতিনিধি আলাল উদ্দিন, সিএইছডি ২৪ প্রতিনিধি নাসরিন আক্তার মৌসুমী , কালবেলা প্রতিনিধি আবু বকর পাভেল প্রমুখ।

এমএসএম / এমএসএম

জেদ্দায় উদ্বোধন হলো ৩য় সৌদি ফ্যাশন এন্ড টেক্স এক্সপো

কাতার মাইজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

কাতারে লক্ষ্মীপুর জেলা সমিতি উদ্যোগে বিনামূল্যের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে

সৌদিআরবের ফ্যাশন এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণে বাড়ছে ব্যানিজ্য সম্পর্কের সম্ভাবনা

জেদ্দায় নবনিযুক্ত কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রথমবারের মতো সৌদিতে একক "মেইড ইন বাংলাদেশ " এক্সপো মেলা ডিসেম্বরে

বাংলাদেশি প্রকৌশলীদের মর্যাদা ও স্বীকৃতি সংক্রান্ত স্মারকলিপি প্রদান

মরহুম হারিছ চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে কাতারে শোকসভা ও দোয়া মাহফিল

কাতার যুবদলের সাথে কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার মতবিনিময়

কাতারে ইসলামী আন্দোলনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন সদস্য সম্মেলন

পূর্বের কমিটি নিয়ে অসন্তোষ, শরিয়তপুর সমিতির নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

আমিরাতে লটারিতে ৬৬ কোটি জিতলেন এক বাংলাদেশি, আরেকজন পেলেন রেঞ্জ রোভার

কাতারে লক্ষীপুর জেলা ঐক্য পরিষদ গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত