ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নতুন কারিকুলাম সম্পর্কে শিক্ষকরা ওয়াকিবহাল নন মতবিনিময় সভায় এমপি


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০-৭-২০২৪ দুপুর ৩:১২

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৯ জুলাই (মঙ্গলবার) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল খালেক পাটোয়ারী, একাডেমিক সুপার ভাইজার বাঁশখালী এয়ার মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বাবু শ্যামল দাশ, পুঁইছড়ি ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, জলদি হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু রাশেদ মোজাম্মেল, রংগিয়াঘোনা ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, আহমদীয়া ডলমপীর (রহঃ) সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবু তৈয়ব, গণ্ডামারা রহমানিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব চৌধুরী, পালেগ্রাম হাকিমশাহ্ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন তৈয়্যবী, শেখেরখীল দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, বাণীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে. এম মঈনুদ্দিন, রায়ছটা-প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ হোসাইন, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম।

সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আম্বিয়া খাতুন দাখিল মাদ্রাসার শিক্ষক ক্বারী মুহাম্মদ শাহাব উদ্দিন, গীতা পাঠ করেন কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুৃ মৃদল কান্তি দাশ, ত্রি-পঠক পাঠ করেন বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সনজিত কুমার বড়ুয়া।

এতে উপস্থিত ছিলেন অনুপ্রভা ধর, বিবি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নন্দিতা রাণী দাশসহ বাঁশখালী উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান এবং  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক -শিক্ষিকাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মুজিবুর রহমান সিআইপি বলেন, প্রতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়নে আমার চেষ্টা অব্যাহত থাকবে, তবে একটি স্বনির্ভর জাতি গঠনের লক্ষ্যে বিশ্বের উন্নত দেশ গুলোর ন্যায় সরকার একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যে উন্নত শিক্ষা ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করেছে তা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয়ার দায়িত্ব শিক্ষকদের, সুতরাং শিক্ষার্থীদের সুশিক্ষাদানে মনোযোগী করতে হবে,নতুন শিক্ষা কারিকুলাম সম্পর্কে অবহিত করতে হবে, আর স্বনির্ভর ও উন্নত জাতি গঠনে সুশিক্ষা ও আধুনিক শিক্ষার বিকল্প নেই, আধুনিক ও উন্নত শিক্ষা প্রদানের জন্যে সেই জ্ঞান আগে শিক্ষকদের অর্জন করতে হবে। আমার মনে হয় নতুন শিক্ষা কারিকুলাম সম্পর্কে শিক্ষকরা মোটেও ওয়াকিবহাল নন, যার ফলে নতুন শিক্ষা কারিকুলাম সম্পর্কে নানা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি