ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ওয়ার্নারকে না করে দিল অস্ট্রেলিয়া


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৭-২০২৪ বিকাল ৫:৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ডেভিড ওয়ার্নার। তবে কিছু দিন আগে ইচ্ছা প্রকাশ করেন যে অস্ট্রেলিয়া দল চাইলে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে চান তিনি। তবে তার চাওয়াকে গুরুত্ব দিচ্ছে না অস্ট্রেলিয়া।
ওয়ার্নারকে সরাসরি না করে দিয়েছে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি।
আজ যুক্তরাজ্য সফরের দল ঘোষণার সময় এমনটি জানিয়েছেন বেইলি। তিনি বলেছেন,‘আমরা বুঝতে পেরেছি সে অবসর নিয়েছে। তিন সংস্করণে তার অবিশ্বাস্য ক্যারিয়ারের জন্য সে প্রশংসা পাওয়ার যোগ্য। তবে, এই মুহূর্তে সে পাকিস্তানে হতে যাওয়া টুর্নামেন্টে (চ্যাম্পিয়নস ট্রফি) আমাদের পরিকল্পনায় নেই।
’ওয়ার্নারকে না করার দিনে নতুনদের সুযোগ দিয়ে আগামীর পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। তারই প্রতিফলন পাওয়া গেছে যুক্তরাজ্য সফরের দল ঘোষণায়। ওয়ার্নার অবসর নেওয়ায় জেক ফ্রেজার-ম্যাগার্ককের অস্ট্রেলিয়া দলে সুযোগ পাওয়াটা নিশ্চিতই ছিল।
স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে দলে আছেনও অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি ব্যাটারের উত্তরসূরি ফ্রেজার।তবে দলে বড় চমক ২০ বছরের কুপার কনোলি। টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। মাত্র ১৫ টি সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ খেলেই জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার সিনিয়র দলে। গুটি কয়েক ম্যাচেই অবশ্য ম্যাচ শেষ করে আসার দক্ষতা দেখিয়েছেন এই অলরাউন্ডার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ম্যাথু ওয়েড ও অ্যাশটন অ্যাগারকে দল থেকে বাদ দিয়েছে অস্ট্রেলিয়া।তবে চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে নিয়েছে অভিজ্ঞ উইকেটরক্ষক ও ব্যাটার অ্যালেক্স ক্যারি। ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে ছিলেন তিনি। অন্যদিকে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে বিশ্রামে থাকবেন মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল।
স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে দুই সিরিজেই দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। স্কটল্যান্ডের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি খেললেও ইংল্যান্ডের বিপক্ষে ৩ টি সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচের বিপরীতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে অস্ট্রেলিয়া। স্কটল্যান্ডের বিপক্ষে ৪ সেপ্টেম্বরের ম্যাচ দিয়ে সফর শুরু করবে অজিরা। আর ইংল্যান্ডের বিপক্ষে ২৯ সেপ্টেম্বর পঞ্চম ওয়ানডে ম্যাচ দিয়ে সফরের ইতি টানবেন মার্শরা।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড (স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে)
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্লেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাগার্ক, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটকিপার), স্পেনসার জনসন, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড (ইংল্যান্ডের বিপক্ষে)
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাগার্ক, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, জশ ইংলিস (উইকেটকিপার), ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

 

Aminur / Aminur

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে