ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

সাকিব কি প্রস্তুতি ছাড়াই খেলবেন পাকিস্তান সিরিজ!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৭-২০২৪ দুপুর ৩:৪১

কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট চরম পরিস্থিতির কারণে সময়মতো অনুশীলন শুরু করা যায়নি। দেরিতে হলেও অবশেষে চট্টগ্রামে জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের প্রস্তুতি চলছে ঠিকমতই।

গতকাল শুক্রবার শেষ হয়েছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। বিসিবি লাল ও সবুজ দলের মধ্যকার প্রস্তুতি ম্যাচে শতরান (১৮৩ বলে ১৫ বাউন্ডারিতে ১২৩ রান) করেছেন মুমিনুল হক। উভয় ইনিংসে (৫০ ও ৪৮) রান পেয়েছেন মুশফিকুর রহিম।

বোলারদের মধ্যে অফস্পিনার নাইম হাসান (৪/৪২ ও ১/৩৩) ম্যাচে ৫ উইকেট পেয়েছেন। অপর অফব্রেক বোলার মেহেদি হাসান মিরাজ, বাঁহাতি স্পিনার তাইজুল যথাক্রমে (২/৩৭) এবং (৩/৬৪), দুই পেসার খালেদ আহমেদ ( ৩/৩০) আর শরিফুল ইসলামও (২/৪৬) নিজেকে মেলে ধরেছেন।

পাকিস্তান সফরের আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগাররা আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সেটি হবে ৩ দিনের। আগামী পরশু ২৯ জুলাই শুরু হবে সে ৩ দিনের প্রস্তুতি ম্যাচ। শেষ হবে ৩১ জুলাই। তারপর ২ দিনের বিশ্রাম। ৩ আগষ্ট থেকে জাতীয় দলের অনুশীলন শুরু ঢাকায়।

বলে রাখা ভালো, ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএল খেলে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়। শরিফুল ইসলাম টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরলেও কয়েকদিন পর আবার পাড়ি জমিয়েছেন কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট ও কানাডার গ্লোবাল টুর্নামেন্টে ব্যস্ত থাকা সাকিব আল হাসান খুব স্বাভাবিকভাবেই এখন জাতীয় দলের সঙ্গে নেই।

আগেই জানা, দেশসেরা তারকা সাকিব সরাসরি যুক্তরাষ্ট্র থেকে কানাডা পাড়ি জমিয়েছেন আগেই। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব আর শরিফুল দুই জনই বাংলা টাইগার্স দলের হয়ে খেলছেন।

খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে সাকিব আর শরিফুল দেশে ফিরবেন কবে? তারা কি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে আদৌ জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে পারবেন?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস আজ শনিবার জানিয়েছেন, শরিফুলের আগামী ৮ আগস্ট পর্যন্ত এনওসি দেওয়া আছে। অন্যদিকে সাকিবের এনওসি আছে ১২ আগস্ট পর্যন্ত।

এর অর্থ হলো, শরিফুল কানাডা থেকে দেশে ফিরে হয়তো ১০ আগষ্ট নাগাদ অনুশীলনে যোগ দিতে পারবেন। এই বাঁহাতি পেসারের পক্ষে ২/৩ দিন জাতীয় দলের সঙ্গে ঢাকায় অনুশীলন করা সম্ভব হবে।

কিন্তু প্রশ্ন উঠেছে, সাকিব কি পাকিস্তান সফরে যাওয়ার আগে টেস্ট দলের সঙ্গে দেশে প্রস্তুতি সারতে পারবেন? টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই একটানা ২০ ওভারের ফরম্যাটের সঙ্গে সম্পৃক্ত সাকিব কি পাকিস্তানের মাটিতে সরাসরি ২ টেস্টের সিরিজে অংশ নেবেন?

বাস্তবতা হলো, সাকিব যদি ১২ আগস্টের আগে দেশে ফেরেন, তাহলে দুই একদিন বিশ্রাম নেবেন হয়তো। এরপর পাকিস্তান যাওয়ার আগে জাতীয় দলের নেটে অনুশীলন করতে পারবেন। কিন্তু ১২ আগস্টের মধ্যে কানাডা থেকে ফিরতে না পারলে সাকিবের দেশে টেস্ট দলের সঙ্গে অনুশীলন করার সম্ভাবনা খুব কম। কোনো ধরনের বিশ্রাম ছাড়া দেশের মাটিতে টেস্ট দলের প্রস্তুতিতে অংশ নেওয়া কঠিন হবে সাকিবের জন্য।

কারণ, জাতীয় দল পাকিস্তান যাবে ১৬ আগস্ট। হয়তো ১৪ আগস্ট প্রস্তুতি পর্ব শেষও হয়ে যাবে।

এমএসএম / এমএসএম

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে