পাকিস্তান-দুবাই হয়ে শ্রীলঙ্কা যাবে আফগান দল
শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আাফগানিস্তান ক্রিকেট দল। কিন্তু দেশটিতে উদ্ভূত রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় কাবুল থেকে সরাসরি শ্রীলঙ্কা যেতে পারছে না আফগানরা।
তালেবানরা আফগানিস্তান দখলের ফলে রাজনৈতিক কারণে এখনো কাবুল বিমানবন্দর থেকে বিমান চলাচল শুরু হয়নি। তাই পাকিস্তান-দুবাই হয়ে তবেই শ্রীলঙ্কা যেতে হবে আফগান ক্রিকেটারদের।
মূলত তালেবানরা আফগানিস্তান দখলে নেয়ার পর থেকেই অনিশ্চয়তায় মুখে পড়ে আফগানিস্তানের ক্রিকেট। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। কিন্তু সব অনিশ্চয়তাকে পেছনে ফেলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে আফগানরা।
ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান সরকার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পাশে থাকায় এই সিরিজ নিয়ে কোনো সংশয় নেই। তবে সিরিজটি শ্রীলঙ্কায় হওয়ায় শঙ্কা তৈরি হয়েছে আফগানদের ভিসা নিয়ে। এজন্য দলকে শ্রীলঙ্কায় পাঠাতে বেগ পেতে হচ্ছে এসিবিকে।
তাই বিষয়টি মাথায় রেখেই ভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে এসিবি। সেই পরিকল্পনা মতো, প্রথমে পাকিস্তান যেতে হবে দলকে। এরপর দুবাই। সেখান থেকেই শ্রীলঙ্কায় যাবে আফগানরা।
এসিবির প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি বলেন, ‘দেশের রাজনৈতিক অবস্থার পালাবদলে, কাবুল বিমানবন্দর এখনো বন্ধ আছে। তাই পাকিস্তান-দুবাই হয়েই শ্রীলঙ্কায় যেতে হবে আমাদের।’
ইএসপিএনক্রিকইনফোকে শিনওয়ারি বলেন, "শ্রীলঙ্কায় পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট দল। সিরিজটা নিশ্চিত। আমরা যত তাড়াতাড়ি সম্ভব শ্রীলঙ্কায় দল পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ। আফগানিস্তানে পরিবর্তন আসছে। তাই বিমান চলাচলে একটা সঙ্কট তৈরি হয়েছে এবং প্রাপ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এসিবির প্রধান নির্বাহী আরও বলেন, "আমরা আশা করি আগামী চার দিনের মধ্যে দলটি চলে যাবে। আমরা পিসিবি এবং শ্রীলঙ্কা ক্রিকেট উভয়ের সঙ্গেই যোগাযোগ করেছি এবং তারা আমাদের সমর্থন দিচ্ছে। সিরিজটি আয়োজন করার জন্য এসএলসির কাছে কৃতজ্ঞ এবং এটা সত্যিই তাদের উদারতার একটা উৎকৃষ্ট উদাহরণ।"
প্রীতি / প্রীতি
হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল
‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা
নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি
আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!
এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের
বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন
বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল
‘চোকার্স’ তকমা কি এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও?
অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা
ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা, সবার পারিশ্রমিক বকেয়া
টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক