ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

পাকিস্তান সিরিজে ফিরছেন তাসকিন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-৭-২০২৪ বিকাল ৫:১৩

কাঁধের চোটের কারণে টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন তাসকিন আহমেদ। যে কারণে চলতি বছরে টাইগারদের হয়ে এখনো পর্যন্ত সাদা পোশাকের কোনো ম্যাচে খেলেননি এই স্পিড স্টার। তবে বিরতি কাটিয়ে আবারো টেস্ট ক্রিকেটে ফিরছেন তাসকিন। সে জন্য ব্যক্তিগত অনুশীলনও অব্যাহত রেখেছেন। আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেই দেখা যেতে পারে তাসকিনকে।

আজ (বুধবার) গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তাসকিনের টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে তিনি বলেন, 'তাসকিনের কালকে একটা অ্যাসেসমেন্ট ছিল সেটা হয়ে গেছে বোধহয়। ওকে বিবেচনা করা হচ্ছে যেটা সিলেক্টরদেরই কল, তো ওকে কনসিডার করা হচ্ছে। ওকে লাল বলের বিবেচনায় রেখেছে সিলেক্টররা। সিলেকশনের ব্যাপারটা যখন ফাইনাল টিম দেয়, তখন আপনারা বুঝতে পারবেন।'

'এ' দলের হয়ে পাকিস্তান সিরিজে খেলতে যাচ্ছেন মুশফিকুর রহিম ও মুমিনুলসহ জাতীয় দলের কয়েকজন নিয়মিত ক্রিকেটারও। এ প্রসঙ্গে জালাল বলেন, 'প্ল্যানটা নিশ্চয়ই সিলেক্টর রাজ্জাক ব্যাখ্যা করেছে। এখানে কিছু মেইনস্ট্রিমের প্লেয়ার আছে প্রায় ছয়জনের মত। এর পরপরই সেখানে জাতীয় দলের টেস্ট সিরিজ আছে। আমাদের যেহেতু পাকিস্তানে প্রাকটিস ম্যাচ নাই সেহেতু আমাদের মেইনস্ট্রিমের কিছু খেলোয়াড় প্রথম এ টিমে যাচ্ছে। যাতে তাদের সেখানে প্র্যাকটিসটা হয়ে যায়। সেজন্য তাদের অন্তভুর্ক্ত করা হয়েছে।'

এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকা এবাদতকে নিয়ে জালাল বলেন, 'এবাদত স্টিল ইজ রিকভারিং। তার সাথে আমাদের রেগুলার যোগাযোগ আছে। সে অলমোস্ট ৭০ পার্সেন্ট এর মতো রিকভার করেছে। সে বলছে আশা করি আরো দুই মাসের মধ্যে ইমপ্রুভ করবে। এখনো সে রিকভার রিহ্যাবের মধ্যেই আছে এখন দেখা যাক।'

T.A.S / T.A.S

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে