চট্টগ্রামে হেফাজত ইসলামের নিয়ন্ত্রিত কওমী মাদ্রাসার ছাত্রদের মিছিল

কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতা ডাকে সমর্থন জানিয়ে গত কয়েকদিন চট্টগ্রামে হেফাজত ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের নিয়ন্ত্রিত কওমী মাদ্রাসার ছাত্ররা গত কয়েকদিন ধরে সরকার বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ করে আসছে। কওমী মাদ্রাসার ছাত্র শিক্ষকের বড় একটি অংশের দাবি শাপলা চত্বরে আলেম উলামা হত্যার ঘটনায় তারা এখনো পর্যন্ত বিচার পাননি। বিচারের পরিবর্তে সরকারে ফাঁদে দিয়ে সারা দেশে হেফাজত ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল জুলুম নির্যাতন করেছে। এবার সময়েছে এসেছে ছাত্র হত্যার বিচারের পাশাপাশি আলেম উলামা হত্যার বিচারের আশা করছে। যার কারণে ছাত্র জনতার ডাকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি সারা দেশের কওমী মাদ্রাসাগুলোর ছাত্র শিক্ষকরা মাঠে নেমেছে বলে মিছিলে অংশ নেয়া ছাত্র শিক্ষকরা জানান। ছাত্রদের আন্দোলনের সমর্থন জানিয়ে পটিয়া আল জামেয়া আল ইসলামিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা বাংলাদেশ কওমী ছাত্র সমাজের ব্যানারে শতশত ছাত্র নিয়ে মিছিল সমাবেশ করেন। হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ছগীর বলেন, ছাত্রদের আন্দোলনে আমরা শুরু থেকে সমর্থন দিয়ে আসছি, তবে আমি এখন ব্যক্তিগতভাবে হেফাজতের সাথে নাই, আমি ইসলামী আন্দোলনের রাজনীতির সাথে আছি। ইসলামী আন্দোলন সব সময় ছাত্রদের সাথে ছিল এখনো আছে আগামীতেও থাকবে। হেফাজত ইসলাম বাংলাদেশ সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন রাব্বানী বলেন, চলমান আন্দোলনে ঢাকায় হেফাজতের একজন নিহত হয়েছে, সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় কওমী মাদ্রাসাগুলো এবং হেফাজতের নেতা কর্মীরা ছাত্রদের দাবির প্রতি সমর্থন জানিয়ে মিছিল সমাবেশে করে আসছে। ছাত্রদের দাবিগুলো যুক্তিক যার কারণে হেফাজত তাদের দাবির প্রতি সমর্থন রয়েছে। হেফাজত ইসলাম বাংলাদেশ যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম মহানগর সভাপতি আল্লামা মাঈনুদ্দিন রুহি বলেন, যত দ্রুত সম্ভব ছাত্রদের দাবি সরকারের মেনে নেয়া উচিত। ছাত্রদের দাবি মানতে যত দেরী হবে তত সমস্যা আরও বৃদ্ধি পাবে। হেফাজত ইসলাম সব সময় দেশের মঙ্গলের পক্ষে সাধারণ ছাত্রদের পক্ষে আছে এবং থাকবে। হেফাজত ইসলাম সারা দেশে মিটিং মিছিল করার বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত না হলেও জেলা উপজেলায় নেতা নিদ্ধান্ত নিয়ে মিটিং মিছিল করে আসছে, সময় সুযোগ করে হেফাজত সাংগঠনিকভাবে আনুষ্ঠানিক কর্মসূচি দিবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম

আওয়ামী লীগের আস্থাভাজন এখন বিএনপি সভাপতি প্রার্থী

আপনার এসপি’ নামে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ সেবা চালু

ভূরুঙ্গামারীতে দুই মাদক সেবনকারীকে জেল ও জরিমানা ভ্রাম্যমান আদালতের

বরগুনায় সওজ’র সাত দফা দাবিতে মানববন্ধন ও কর্মবিরোতী

কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় ৮ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

সিংড়ায় অনলাইন জুয়ায় বিরোধে প্রান গেলো ব্যবসায়ীর

মোহনগঞ্জ পাইলট সরকারি স্কুলের কম্পিউটার অপারেটর মাসুমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সাটুরিয়ায় ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

'জুলাই বিপ্লব' শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে, শহীদরাই আজকের মহানায়ক: মাহমুদুর রহমান

৫ হাজার টাকা চাদাঁ না দেওয়ায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও লুঠপাট থানায় মামলা দায়ের

বিয়ে বাড়িতে হামলা, আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
