ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

কোন সংখ্যালঘু কিংবা বিরোধীমতের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে যেন একটি ঢিল না পড়েঃ অধ্যাপিকা নারগিস ইসলাম


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৬-৮-২০২৪ দুপুর ৪:৩৭

যশোর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপিকা নারগিস ইসলাম বলেছেন, অভয়নগরে বসবাসরত কোন সংখ্যালঘুর বাড়িঘর, উপাসানলয় কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে এমনকি যারা বিরোধীমতে থেকে এতদিন নির্যাতন নিপীড়ন করেছে তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে যেন একটি ঢিলও না পড়ে। তাদের সকল কিছু পাহারা দেয়ার দায়িত্ব এখন আমাদের। যদি কোন ধরনের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করা হয় তাহলে কাউকে কোন ছাড় দেয়া হবেনা। বিরোধী মতের যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তাদের ব্যবসা বাণিজ্য যেন সুন্দরভাবে করতে পারে তার জন্য সকল প্রকার সহযোগী করতে হবে। তাদের ব্যবসা কাজে যেন কোন ধরনে ব্যাঘাত না ঘটে তার দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কিছু অনুপ্রবেশকারীরা বিভিন্ন এলাকায় মানুষের বাড়ি ঘর হামলা করার ষঢ়যন্ত্র করছে। তাদের শক্ত হাতে দমন করতে হবে। এই দায়িত্ব বিএনপি’র সকল নেতৃবৃন্দের। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটরিয়ামে অভয়নগর থানা-পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতে এসব কথা বলেন। তিনি আরও বলেন, গত সোমবার বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের মমস প্রোগ্রাম থাকায় এই সুযোগে কিছু উৎসুক জনতা দু-একটি প্রতিষ্ঠানে ভাংচুর করেছে যার কঠোর নিন্দা জানাচ্ছি এবং আর যেন কোন ব্যবসা প্রতিষ্ঠানে এধরনের ঘটনা না ঘঠে তার হুশিয়ারী জানাচ্ছি। অভয়নগর থানা বিএরপি’র আহবায়ক ফারাজী মতিয়ার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সাবেরুল হক সাবু, থানা বিএপি’র যুগ্ম আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, যুগ্ম আহবায়ক এসএম মশিয়ার রহমান মশি, পৌর বিএনপি’র সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, সাংবাগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি ও মুজিবর রহমান প্রমুখ। এসময় অভয়নগর থানা ও পৌর বিএনপি’র সকল ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকল অঙ্গসহযোগী সংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি