ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

মরীচিকা


তৌহিদুল ইসলাম তৌহিদ photo তৌহিদুল ইসলাম তৌহিদ
প্রকাশিত: ১২-৮-২০২৪ দুপুর ১:৪৫

মরীচিকা
তৌহিদুল ইসলাম তৌহিদ 

হতাশার পৃথিবীতে আমার এই  আবাস,
একটুখানি  ভালো কাজের জন্য সবাই বলে সাবাশ!
যেখানে খুঁজে বেড়াই একটু বিশুদ্ধ বাতাস,
রাতের গভীরে উপরে তাকিয়ে  দেখি শুধু আকাশ,
যেখানে দূর তারারা অতীত গল্প  শোনায় আমাকে  চুপিচুপি,
মাঝে মাঝে জীবনের সত্যি  লক্ষ্য  দেয় আমার দিকে উঁকি !!
কোন গন্তব্যের দিকে ছুটে চলেছি জানি না!
হয়তো ঐ জায়গাতেই শেষ জীবনের সকল ভাবনা !

জীবনের এই প্রান্তে এসে  ভালো থাকার ইচ্ছার ভাবনা হয় সৃস্টি!
সকলের উপর ঝরে পড়ুক তার রহমতের এক পশলা বৃস্টি

এমএসএম / এমএসএম