ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আসছে আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ: ‘সুদিন ফিরে আসছে’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৭-২০২৫ দুপুর ৩:১১

সময়ের তরুণ কবি আরফান হোসাইন রাফি তার প্রথম কাব্যগ্রন্থ ‘সুদিন ফিরে আসছে’ নিয়ে আসছেন কবিতা প্রেমিকদের জন্য। খুব শিগগিরই কাব্যগ্রন্থটি সাহিত্যপ্রতিষ্ঠান বর্ষা দুপুর থেকে প্রকাশিত হতে যাচ্ছে। কিছু দিনের মধ্যেই কাব্যগ্রন্থটির প্রি-অর্ডার শুরু হবে রকমারি ডটকমে অনলাইন প্ল্যাটফর্মে। বইটির একমাত্র পরিবেশক স্টুডেন্ট ওয়েজ এবং প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী পার্থ দিবস চৌধুরী।

‘সুদিন ফিরে আসছে’ বইটিতে কবি তুলে এনেছেন যৌবনের মৃদু ব্যথা, সংসারের চাপা ক্লেদ, যাপিত জীবনের প্রেম-বিরহ আর হাহাকার-ভেজা অনুভবের টুকরো চিত্র।

কবির ভাষায়, "এই বইয়ের পাতায় পাতায় খুঁজে পাবেন জীবনের অনাকাঙ্ক্ষিত প্রত্যাশার ভাঁজে জমে থাকা অনুভবগুলো। হয়তো কোথাও গিয়ে মিলে যাবে আপনার নিজেরই কোনো হারিয়ে যাওয়া সময় বা চুপ করে থাকা ভালোবাসার প্রতিধ্বনি।"

বয়সে তরুণ হলেও রাফির কবিতায় ধরা দেয় পরিণত এক দৃষ্টিভঙ্গি। নিজের লেখকসত্তা নিয়ে তিনি বলেন, "বয়সের তুলনায় আমি হয়তো খানিক ভারী কবিতা লিখি। তবে আমি চেষ্টা করি বয়সের সীমানা ভুলে গিয়ে জীবনের বহুবর্ণ অনুভূতিকে শব্দে তুলে ধরতে। তাই আমার কবিতায় শৈশবের সরলতা যেমন আছে, তেমনি আছে কৈশোরের দ্বিধা, যৌবনের আকাঙ্ক্ষা কিংবা বার্ধক্যের নিঃসঙ্গতাও।"

এমএসএম / এমএসএম