ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

আবেগি মন


ডা. বতুল রহমান  photo ডা. বতুল রহমান
প্রকাশিত: ২৩-৮-২০২১ রাত ১০:৬
আবেগি মন
ডা.বতুল রহমান 
 
আমি আর তুমি মাঝখানে অভিমান
ভালবাসার আঙিনা ঘেঁষে
আরো একটু দূরে আবেগি মন 
দিশেহারা তুমি বুঝোনি লুকোচুরি, 
খুঁজোনি ছন্নছাড়া জীবনের ছড়ানো নুরী। 
 
শরতের কৃষ্ণচূঁড়া, প্রশ্ন করে 
মাতাল হাওয়া ছাড়া পেয়েছো কি বকুলের ঘ্রাণ, 
মন বলে মাতাল তার আবেগি গীতি 
ভাষায় প্রকাশ করতে না পারা 
স্পর্শকাতর এক তীব্র অনুভূতি !!  
 
বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে,  
যোজন যোজন ব্যবধান 
হাজারো প্রতিকূলতা, হাজারো ব্যস্ততা 
তারপরও সমস্ত ভুলে যদি বলো “ভালোবাসি’’
মুহূর্তে অভিমানের দেয়াল ভেঙে চুরমার হয়ে  
ঝরে পড়তো আবেগি মনের রঙ রাশিরাশি !!

এমএসএম / এমএসএম