শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল
ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আজ মাগুরা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি এবং জেলা বিএনপির মনোয়ার হোসেন খাঁন বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবিতে মাগুরা জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বুধবার সকাল ১১টার দিক মাগুরা শহরের প্রেসক্লাব সামনে হয়েতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি বিএনপি’র ইসলামপাড়া দলীয় কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র আলহাজ মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, মাগুরা সদর থানা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মাসুদ হাসান খান কিজিল,জেলা জাসাসের সদস্য সচিব মোঃ ফেরদৌস রেজাসহ অন্যান্যরা, এর মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র নেতারা সাধারণসভায় দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়। এবং পিলখানার সেনাবাহিনীর অফিসার হত্যা, শাপলা চত্বরে মাদ্রাসা ছাত্রদের হত্যা সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্রদের গণহত্যাকারী হিসেবে সদ্য পদত্যাগকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবি জানানো হয়।এই বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, শ্রমিকদলসহ বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম