ঢাকা শনিবার, ১ নভেম্বর, ২০২৫

শহীদ পরিবারের পাশে থাকব সাঈদীর দোয়া অনুষ্ঠানে জামায়াতের আমীর


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ১৫-৮-২০২৪ দুপুর ১০:৭

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশি ইউনিয়ন খাশের হাট বাজারে শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্যকালে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া বলেন,  দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে স্বৈরশাসক ও ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করতে সংগ্রামে নেমে জিহাদের ময়দানে শহীদ হওয়া প্রতিটি পরিবারের পাশে আজীবন থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এসময়ে তিনি আরও বলেন,  বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নেমে লক্ষ্মীপুরে যতজন শহীদ হয়েছেন আমি প্রত্যেক শহীদ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের বুকফাটা আর্তনাদ দেখে এসেছি। কয়েকজন শহীদ ছিলেন  বাবা মায়ের একমাত্র আদরের সন্তান, পরিবারের একমাত্র হাল ধরার শেষ ভরসা তাঁরা শহীদ হওয়ার পরে ঐ পরিবারের হাল ধরার আর কেউ নেই।  বাবার উপার্জন নেই,  মা প্যারালাইস্ট, পরিবারের দেখাশোনা করার এখন আর কেউ নেই।  শেষ স্বপ্ন ছিল সন্তান পড়াশোনা করে সরকারি চাকুরী করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনবে।  সেই স্বপ্ন আর তাদের পূরণ হতে দেয়নি রক্তপিপাসু খুণী হাসিনা । আল্লাহ তাদের সন্তানকে শহীদ হিসেবে কবুল করেছেন। আমি ঐ সকল পরিবারকে বলে এসেছি সন্তানকে তো আর আমরা ফিরিয়ে দিতে পারব না, তবে কথা দিচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামী আজীবন আপনাদের সন্তানের মতো পাশে থাকবে। যারা এখনো আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুের সঙ্গে পাঞ্জা লড়ছেন তাদের চিকিৎসার দায়িত্ব নিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

১৪ আগষ্ট( বুধবার) খাশের হাট বাজার জামে মসজিদের সামনে মোবারকিয়া দাখিল মাদ্রাসার মাঠে বিকাল ৫ ঘটিকায় শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম মৃত্যু বার্ষিকী পালন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন ২নং উত্তর চরবংশি ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা। একই সময়ে ২নং উত্তর চরবংশি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা খুণী হাসিনার ফাঁসি চেয়ে খাশের হাট বাজারের অলিতে-গলিতে বিক্ষোভ মিছিল করেন।

এসময়ে উপস্থিত বক্তব্য রাখেন এড. আব্দুল আউয়াল রাসেল (রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি), মোঃ সালাউদ্দিন( বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য), মাওঃ মফিজুর রহমান(রায়পুর উপজেলা মজলিসে শূরা সদস্য), গাজী মুনজির হাসান এমরান, (আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী 2নং উত্তর চরবংশী ইউনিয়ন), মাওঃ ইমাম হোসাইন, (ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি), মাওঃ মোহাম্মদ হোসাইন, (সহকারী সেক্রেটারি 2নং উত্তর চরবংশী ইউনিয়ন), সবশেষে খাশের হাট জামে মসজিদের খতিব মাওলানা()আল্লামা সাঈদীর জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এসময়ে উপস্থিত ছিলেন ২নং উত্তর চরবংশি ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডের জামাত - শিবিরের সভাপতি ও সেক্রেটারি সহ সকল নেতৃবৃন্দ,  এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ। 

এমএসএম / এমএসএম

শিবচরে গণমাধ্যমকর্মীদের সাথে বিএনপি মনোনয়নপ্রত্যাশী রোকনউদ্দিন মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনপুরায় অবৈধ স-মিল দিয়ে চলছে রমরমা ব্যবসা,ধ্বংস করা হচ্ছে বনাঞ্চল

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইমাম মোয়াজ্জেম ও খতিবদের সাথে বিএনপির নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

পাঁচবিবিতে জাতীয় সমবায় দিবস উদযাপন

চিতলমারীতে জমি বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত চারজন

ঘূর্ণিঝড় মন্থার প্রবাবে রাণীনগরে নূয়ে পড়েছে রোপা-আমন ধান ফলন নিয়ে সংখ্যা

বালিয়াকান্দিতে সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

শেরপুরে দুই দিনব্যাপী ফাতেমা রাণীর তীর্থোৎসব সমাপ্ত

রাস্তায় জ্বালাও পোড়াও করে তারেক রহমানের কমিটি বাতিল করা যাবে না-- খন্দকার নাসিরুল ইসলাম

যশোরে চারদফা দাবিতে গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

সন্দ্বীপে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎অসময়ের বৃষ্টিতে ক্ষেতলালে কৃষি বিপর্যয়: রোপা আমন ধানের ক্ষতি, দিশেহারা কৃষক