ঢাকা মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

শহীদ পরিবারের পাশে থাকব সাঈদীর দোয়া অনুষ্ঠানে জামায়াতের আমীর


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ১৫-৮-২০২৪ দুপুর ১০:৭

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশি ইউনিয়ন খাশের হাট বাজারে শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্যকালে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া বলেন,  দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে স্বৈরশাসক ও ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করতে সংগ্রামে নেমে জিহাদের ময়দানে শহীদ হওয়া প্রতিটি পরিবারের পাশে আজীবন থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এসময়ে তিনি আরও বলেন,  বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নেমে লক্ষ্মীপুরে যতজন শহীদ হয়েছেন আমি প্রত্যেক শহীদ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের বুকফাটা আর্তনাদ দেখে এসেছি। কয়েকজন শহীদ ছিলেন  বাবা মায়ের একমাত্র আদরের সন্তান, পরিবারের একমাত্র হাল ধরার শেষ ভরসা তাঁরা শহীদ হওয়ার পরে ঐ পরিবারের হাল ধরার আর কেউ নেই।  বাবার উপার্জন নেই,  মা প্যারালাইস্ট, পরিবারের দেখাশোনা করার এখন আর কেউ নেই।  শেষ স্বপ্ন ছিল সন্তান পড়াশোনা করে সরকারি চাকুরী করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনবে।  সেই স্বপ্ন আর তাদের পূরণ হতে দেয়নি রক্তপিপাসু খুণী হাসিনা । আল্লাহ তাদের সন্তানকে শহীদ হিসেবে কবুল করেছেন। আমি ঐ সকল পরিবারকে বলে এসেছি সন্তানকে তো আর আমরা ফিরিয়ে দিতে পারব না, তবে কথা দিচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামী আজীবন আপনাদের সন্তানের মতো পাশে থাকবে। যারা এখনো আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুের সঙ্গে পাঞ্জা লড়ছেন তাদের চিকিৎসার দায়িত্ব নিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

১৪ আগষ্ট( বুধবার) খাশের হাট বাজার জামে মসজিদের সামনে মোবারকিয়া দাখিল মাদ্রাসার মাঠে বিকাল ৫ ঘটিকায় শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম মৃত্যু বার্ষিকী পালন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন ২নং উত্তর চরবংশি ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা। একই সময়ে ২নং উত্তর চরবংশি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা খুণী হাসিনার ফাঁসি চেয়ে খাশের হাট বাজারের অলিতে-গলিতে বিক্ষোভ মিছিল করেন।

এসময়ে উপস্থিত বক্তব্য রাখেন এড. আব্দুল আউয়াল রাসেল (রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি), মোঃ সালাউদ্দিন( বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য), মাওঃ মফিজুর রহমান(রায়পুর উপজেলা মজলিসে শূরা সদস্য), গাজী মুনজির হাসান এমরান, (আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী 2নং উত্তর চরবংশী ইউনিয়ন), মাওঃ ইমাম হোসাইন, (ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি), মাওঃ মোহাম্মদ হোসাইন, (সহকারী সেক্রেটারি 2নং উত্তর চরবংশী ইউনিয়ন), সবশেষে খাশের হাট জামে মসজিদের খতিব মাওলানা()আল্লামা সাঈদীর জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এসময়ে উপস্থিত ছিলেন ২নং উত্তর চরবংশি ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডের জামাত - শিবিরের সভাপতি ও সেক্রেটারি সহ সকল নেতৃবৃন্দ,  এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ। 

এমএসএম / এমএসএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চন্দনাইশে বিএনপির শীত বস্ত্র বিতরন

পার্বত্য সমতল আমরা সবাই বাংলাদেশি: দুদু

নানা আয়োজনে বারহাট্টায় সরস্বতী পূজা উদযাপন

মধুপুরে জমি বিক্রির পর ফের দখলের চেষ্টা, দোকানপাট ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রূপগঞ্জে অসহায় লোকদের ২০ লাখ টাকা নিয়ে উধাও

জমি বিরোধের উসিলায় লুটপাটের অভিযোগ ওঠেছে সাতকানিয়া সদরে

খাগড়াছড়িতে উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে সরস্বতী পূজা

গজারিয়ায় মাদক সহ আটক ২জন

কাশিমপুরে ভুয়া ঋণের ফাঁদ: কোটি টাকা আত্মসাৎ, ভুক্তভোগীদের মানববন্ধন।

নেত্রকোনায় বিশ্ব জলাভূমি উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে উদযাপন

মানিকগঞ্জে অ‌বৈধ দুই ইট ভাটায় অ‌ভিযান

৮ বছরেও বিচারকার্য শুরু না হওয়ায় মনে আর প্রবোধ দিতে পারছি নাঃ শিমুলের স্ত্রী