ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

কারারুদ্ধ


নীনা হাসেল,কানাডা photo নীনা হাসেল,কানাডা
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ১২:৪৪
কারারুদ্ধ
   নীনা হাসেল,কানাডা
 
যখন আকাশটা হৃদয়ের কাছে
নেমে এসেছিল
আমাকে ছুঁয়েছিলে
ঘন গাছের ছায়ার 
তাবুতে ঢাকা দিনে।
ক্ষনিকের জন্যে
তোমার কারাগারের দরজাটা
ভেঙে দিয়েছিল দেশান্তরী হাওয়া।
অচেনা আকাশটা তোমাকে 
এমন করে কেন টেনেছিল।
ঈগলের উন্মুক্ত ডানায় ঝড়
পাগল করা বাতাসের ডাক
সমুদ্রের গন্ধ স্বাদ 
সীমানাহীন তারা ভরা আকাশের রাত।
যেন দ্বিধান্বিত চিত্ত 
মাতাল নাবিকের
নৌকা ভাসাবার সাধ
নিয়ে সেই কবে থেকে
তীরে বসে থাকা
মনেই ছিল
কারারুদ্ধ।

এমএসএম / এমএসএম