ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

জেগে-জেগে তোমায় দেখি


সাইদুল খান, কানাডা  photo সাইদুল খান, কানাডা
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ১:২৬

জেগে-জেগে তোমায় দেখি
     সাইদুল খান (সাইদ),কানাডা 

জানালার ধারে দাঁড়িয়ে আমি----
প্রবাসের কোন এক খরতাপ ভর দুপুরে
চেয়ে দেখি তাঁরে আমি মনের মুকুরে।
ভেসে উঠে তারই ছবি দিগন্তের ঘনপথে
খুঁজে তারে পাই আমি ঐ হিলিমিলি পথে।

অম্বরী পরে চন্দন তিলক দিয়েছে ললাটে
এখনও বধূর গন্ধ লেগে আছে শরীরে তার পাটে-পাটে।
মোতিয়ার সুগন্ধ শুঁকি তারই বদনে
পাগলকরা দিশেহারা করেছে এই মনে।
এলোকেশ পড়ছে ললাটে দুলি মৃদু সমিরণে
এ নহে আমার অযাচিত গল্পেভরা উদীরনে।

ষোলকলায় পূর্ণ সে যে এক রজস্বলা মেয়ে
উৎফুল্ল আজি এমন গুনবতী কলত্র পেয়ে।
কঙ্কণের শব্দ শুনি মনে হয় নূপুরের ধ্বনি
বিনিদ্রায় প্রবাসে আমার কাঁটিছে কত যামিনী।

এমএসএম / এমএসএম