কুলাউড়ায় ৯ মাস ধরে সমাজচ্যুত ৩ পরিবার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিগত ৯ মাস ধরে সমাজচ্যুত অবস্থায় বসবাস করছে ৩টি পরিবার। উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কুরবানপুর গ্রামে গত বছরের ৫ ডিসেম্বর থেকে এ তিন পরিবারের সকল সদস্যকে গ্রাম্য পঞ্চায়েত কমিটির সদস্যরা সালিশের মাধ্যমে সমাজচ্যুত করে। বিষয়টি ইতোমধ্যে সারাদেশে ভাইরাল হলেও এখনো ভুক্তভোগী পরিবারগুলো কোনো সুরাহা পাচ্ছে না।
সমাজচ্যুত ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পরিবারগুলোর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে চাচাতো ভাইদের বিরোধ চলে আসছিল। এ বিরোধ মীমাংসার জন্য পঞ্চায়েত কমিটির কাছে বিচারপ্রার্থী হয় ভুক্তভোগী পরিবার। বিষয়টি মীমাংসার জন্য কুরবানপুর জামে মসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি নজরুল মিয়া, সদস্য চুনু মিয়া, চেরাগ মিয়া, হান্নান মিয়া ও কাদির মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উভয়পক্ষের কাছ থেকে ৫ হাজার টাকা জামানত নিয়ে সালিশে বসেন গত বছরের ১৯ জুন। সালিশের সিদ্ধান্ত ভুক্তভোগী পরিবার মেনে না নিয়ে গত বছরের ৩ ডিসেম্বর মৌলভীবাজার সিনিয়র সহকারী জজ আদালতে স্বত্ব মামলা (মামলা নং ৯৭/২০২০ ইং) দায়ের করে।
সালিশি বৈঠকের সিদ্ধান্তকে না মেনে আদালতে মামলা দায়ের করায় সালিশকারীরা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী তিনটি পরিবারের অনুপুস্থিতিতে অবৈধভাবে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না বিবাদীর বাড়িতে বসে গত বছরের ৫ ডিসেম্বর এ তিনটি পরিবারকে কুরবানপুর গ্রাম থেকে ৫ বছরের জন্য সমাজচ্যুত করে রায় দেয়। সমাজচ্যুত করার কারণে গত বছরের ১৪ ডিসেম্বর চরম দুর্ব্যবহার, স্থানীয় মসজিদে নামাজ আদায়ে বিভিন্ন ধরনের বাধা-বিপত্তি, ব্যবসা প্রতিষ্ঠানে লোকজন না আসা, এমনকি গ্রামের লোকজনের সাথে কথাবার্তা বলতে না দেয়াসহ স্বাভাবিক জীবনযাত্রা পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি, মৌলিক অধিকার হরণ ও মানবাধিকার লঙ্ঘনের জন্য বিবাদী পাখি মিয়াসহ পঞ্চায়েত কমিটির সদস্যদের নাম উল্লেখ করে সমাজচ্যুত করার কারণ জানতে চেয়ে একটি লিগ্যাল নোটিস প্রেরণ করে ভোক্তভোগী পরিবার।
লিগ্যাল নোটিস দেয়ার পর এ তিন পরিবারের প্রতি আরো ক্ষিপ্ত হয় পঞ্চায়েত কমিটি। পরে বিষয়টি সমাধানের জন্য ভুক্তভোগী পরিবার কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর কাছে একটি অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার ভুক্তভোগী পরিবার, বিবাদী ও পঞ্চায়েত কমিটিকে নিয়ে বসে বিষয়টির মীমাংসা করে দেয়। কিন্তু পঞ্চায়েত কমিটি পরে ইউএনওর মীমাংসাকে তোয়াক্কা না করে ভুক্তভোগী পরিবারটির ওপর ৫ বছরের জন্য সমাজচ্যুচির রায় বহাল রাখে।
ভুক্তভোগী পরিবারের কাজল আহমেদ বলেন, সমাজচ্যুত করার পর থেকে প্রশাসন, থানা পুলিশ ও জনপ্রতিনিধিসহ সকলের কাছে ঘুরতে ঘুরতে আমরা এখন অনেকটাই ক্লান্ত। আমাদের পরিবারের সদস্যদের মসজিদে নামাজ পড়তে বাধাসহ সমাজের কাউকেই আমাদের সাথে কথা বলতে দিচ্ছে না পঞ্চায়েত কমিটি। আমি প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠু বিচার চাই।
কুরবানপুর জামে মসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, কাউকে সমাজচ্যুত করার অধিকার আমাদের নেই। তিনি সালিশের মাধ্যমে তিনটি পরিবারকে সমাজচ্যুত করার বিষয়টি অস্বীকার করলেও ইউএনও অফিসে এ বিষয়ে একটি বৈঠকের কথা স্বীকার করেন।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী বলেন, এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়ার পর আমার অফিসে উভয়পক্ষকে নিয়ে বসে একটি সমাধান করে দেই। বর্তমানে এ নিয়ে কোনো সমস্যা হলে খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।
এমএসএম / জামান
মুকসুদপুরে মরা গরুর মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদাল ব্যবসায়ীকে ১৫দিনের জেল
নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জে সেনাবাহিনীর নিরাপত্তা তৎপরতা জোরদার
শীতে কাঁপছে মাধবপুর
কাপ্তাইয়ে পরিত্যক্ত জমিতে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনে সফলতা
জুড়ী মডেল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নেত্রকোনায় নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া-তার পরও ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান
বাউফলে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির কোরআন খতম ও দোয়া
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গভীর শোক
চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের ঢল
মোহনগঞ্জে নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া, ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান
নাটোরের সিংড়ায় কচুরিপানার কবলে ৫ হাজার হেক্টর জমি