নিশিরাতে স্বপ্নের সুর
নিশিরাতে স্বপ্নের সুর
তৌহিদুল ইসলাম তৌহিদ
নিশিরাতে চাঁদের স্নিগ্ধ আলো,
ভাসছে শহরের পথে, মৃদু পাখির গা।
নীল আকাশের বুকে রুপোলি নক্ষত্র,
মনের গহীনে সাজে প্রেমের ছবির মতো।
প্রেমের পাতায় লেখা সুরের গান,
ঝরাপাতার নাচনে, কেবল একটিই স্বপ্ন।
দুই হৃদয়ের মাঝখানে মাধুরী মিষ্টি,
নিভৃতে চমকায়, দিগন্তে একমাত্র আসল গল্প।
বৃষ্টির মেঘে লুকানো মিষ্টি কণ্ঠস্বর,
আনন্দের সুরে ভাসে মেঠো পথে সুর।
দূরের প্রান্তরে হাসির এক তরী,
আনন্দের ঢেউয়ে ভাসে স্বপ্নের মূর্চ্ছনা।
সন্ধ্যার সোনালী রঙে ফুটে উঠে স্বপ্ন,
মধুর প্রভাতের গান বাজে হৃদয়ের অন্তরে।
মনের ক্যানভাসে রঙিন আঁকাবাঁকি,
অভিনন্দনের সুরে পূর্ণ হয় কাব্যের শিরোনাম।
T.A.S / T.A.S
একজন ফাঁকিবাজ
বৃষ্টি ভালোবাসো!
নিষ্ফল ডায়েট
মুখোশ
অনিকেত জীবনের গল্প
আজ ২২শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
আসছে আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ: ‘সুদিন ফিরে আসছে’
বহুরূপী
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানিক লাল ঘোষের একগুচ্ছ কবিতা
একুশ ও আমরা
মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
অপূর্ব চৌধুরী'র নতুন বই
সাহায্যের হাত বাড়াই
Link Copied