চরবংশীতে পানিবন্দি পরিবারের মাঝে ইউনিয়ন জামায়াতের শুকনো খাবার বিতরণ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নং উত্তর চরবংশী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার এবং বিরিয়ানি বিতরণ করা হয়।
২৩ আগষ্ট (শুক্রবার) সকাল থেকে পানিবন্দি এলাকায় ডোর টু ডোর এ বিতরণ কার্যক্রম শুরু করেন ২নং উত্তর চরবংশী ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ। দিনব্যাপী এ কার্যক্রমে ২নং উত্তর চরবংশী ইউনিয়নের প্রায় শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার এবং ১ হাজার প্যাকেট বিরিয়ানি বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে বক্তব্যকালে রায়পুর উপজেলা সেক্রেটারি এ্যাড: আব্দুল্ আউয়াল রাসেল বলেন, বাংলাদেশ জামায়াতের উদ্যোগে রায়পুর উপজেলার প্রায় সকল ইউনিয়নেই শুকনো খাবার বিতরণ এবং বিরিয়ানি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। পানিবন্দি পরিবারের পাশে আমরা আছি এবং থাকবো। "
এসময় উপস্থিত ছিলেন, ২নং উত্তর চরবংশী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুনজির হাসান এমরান, যুব বিভাগের সভাপতি মাওলানা মোহাম্মদ হোসাইন, ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নাছির আহমদ সহ অত্র ইউনিয়ন জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম