অলরাউন্ডার সব ফিচার নিয়ে বাজারে অনার এক্স৬বি

দেশের বাজারে শীর্ষ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড অনার নতুন আরো একটি সেরা কোয়ালিটির স্মার্টফোন 'অনার এক্স৬বি' নিয়ে হাজির হয়েছে। অলরাউন্ডার সব ফিচার এবং নজরকাড়া ডিজাইনের কিং কোয়ালিটির নতুন এই স্মার্টফোনটি সারাদেশের যেকোনো অনার অথোরাইজড মোবাইল রিটেইল, ব্র্যান্ড শপে ও অনলাইন শপে পাওয়া যাচ্ছে। দুই রঙের একটি ফরেস্ট গ্রীন এবং অন্যটি মিডনাইট ব্ল্যাক। দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। স্মার্টফোনটি কিনলে অনার থেকে উপহার হিসেবে মিলবে এক্সক্লুসিভ টি-শার্ট।
অনারের এক্স সিরিজ ডিভাইস মানেই সব সময় বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন। তাই এক্স সিরিজ নিয়ে স্মার্টফোনবান্ধব ক্রেতাদের আগ্রহ থাকে। এক্স সিরিজের নতুন ডিভাইস এক্স৬বির নজরকাড়া ডিজাইন ক্রেতারা এক ঝলকেই পছন্দ করবে। এছাড়া এই ফোনটি সেরা ড্রপ রেজিস্ট্যান্স কোয়ালিটি নিশ্চিত করছে। সুইজ্যারল্যান্ডের বিখ্যাত কোয়ালিটি নিশ্চিতকারী প্রতিষ্ঠান এসজিএস থেকে ৫ স্টার কোয়ালিটি সনদ প্রাপ্ত অনার এক্স৬বির ডিজাইন এমনভাবে করা যেন হাত থেকে দুর্ঘটনা বশত পড়ে গেলেও এর ডিসপ্লে অক্ষত থাকবে। ফোনটি রয়েছে ৫২০০ এমএএইচ বিশাল ব্যাটারি ব্যাকআপ আর এটি ৩৫ ওয়াট চার্জিং সাপোর্টসহ টার্বো চার্জিং মোড রয়েছে। ১২ জিবি (৬ জিবি ডেডিকেটেড + ৬ জিবি টার্বো) পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজের স্মার্টফোনটি ৩০ হাজারের বেশি ছবি, ১২ হাজার গান এবং প্রায় ১০০ মুভি সংরক্ষণ করা যাবে ফোনটির এক্সলার্জ স্টোরেজে। অনার এক্স৬বি স্মার্টফোনটি এইচডি+ রেজলিউশনসহ একটি ৬.৫৬ ইঞ্চি টিএফটি এলসিডি এবং ৯০ হার্জ রিফ্রেশরেট রয়েছে। ডায়ানামিক ডিসপ্লেতে ৭৮০ নিটস হাই ব্রাইটনেস/ম্যাজিক ক্যাপসুল রয়েছে। ম্যাজিক ওএস ৮.০ সমৃদ্ধ এই ফোনটিতে আরো আছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর এবং এআই প্রযুক্তিসহ আরো ইনোভেটিভ ফিচার।
এই স্মার্টফোনটির পিছনে এআই আল্টা ক্লিয়ার ৫০ এমপি প্রাইমারি ক্যামেরাসহ ডেপথ সেন্সর এবং সামনে ৫ এমপি ক্যামেরা রয়েছে। দিনের বেলা ও কম আলোতে অনেক আলো ধারণ করে এবং রাতের দৃশ্যগুলোতে স্বচ্ছতা বাড়ায়, চ্যালেঞ্জিং পরিবেশেও অসাধারণ সব ছবি নিশ্চিত করবে স্মার্টফোনটি। ডেইলি ব্যবহার, মাল্টি-টাস্কিং, ভিডিও ধারণ আর অলরাউন্ডার সব ফিচার এবং নজরকাড়া ডিজাইনের স্মার্টফোন এক্স৬বি সম্পর্কে বিস্তারিত জানতে অনার বাংলাদেশ ফেসবুক পেজে (https://www.facebook.com/honormobilebd) লক্ষ্য রাখতে হবে।
Sunny / Sunny

সাউথইস্ট ইউনিভার্সিটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উদ্যোগে যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন

পাথরঘাটায় কোস্ট গার্ডের উদ্যোগে তারুণ্যের উৎসব

মায়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে ১০ জন পাচারকারীকে খাদ্যদ্রব্য ও অন্যান্য দ্রব্যাদিসহ আটক করেছে কোস্ট গার্ড

গোল্ডস্যান্ডস গ্রুপ: আস্থা ও উন্নয়নের অগ্রদূত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯০২তম সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের দশ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

রূপায়ণ সিটি উত্তরায় ৩ দিনব্যাপী স্কিন কেয়ার ও ওয়েলনেস প্রোগ্রাম

কমিউনিটি ব্যাংক ও নেক এক্সপ্রেস লিমিটেডের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

কেএফসি নিয়ে এলো ‘ইন্টারন্যাশনাল বার্গার ফেস্ট’

দেশের বাজারে সাশ্রয়ী মূল্যে অনার ৪০০ লাইট ফাইভজি স্মার্টফোন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা
