ঢাকা শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

সুচারুভাবে আরো দ্রুততার সাথে নাগরিক সেবায় দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবেঃ ঢাদসিক প্রশাসক ড. মহঃ শের আলী


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২৪-৮-২০২৪ বিকাল ৬:৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক নাগরিকদেরকে সুচারুভাবে আরো দ্রুততার সাথে সেবা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) প্রশাসক ড. মহঃ শের আলী।

আজ শনিবার (২৪ আগস্ট) বিকালে দয়াগঞ্জ মোড় সংলগ্ন বর্জ্য সংগ্রাহক আধার (কন্টেইনার) পরিষ্কার কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে ঢাদসিক প্রশাসক ড. মহঃ শের আলী এসব কথা বলেন।

ঢাদসিক প্রশাসক ড. মহঃ শের আলী বলেন, "ছাত্র-জনতার রক্তদানের মাধ্যমে (গঠিত সরকারের কাছে) সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছে। তারা চায় সিটি করপোরেশন যেভাবে নাগরিক সেবা দিচ্ছিল সেটি আরো উন্নতভাবে দেওয়ার জন্য। এই প্রেক্ষাপটে আমরা বিভিন্ন জায়গায় সফর (পরিদর্শন) করছি। আমরা কিছু সমস্যা দেখেছি। সেগুলো আমরা অতিক্রম করতে চাই। আমরা যে সকল সেবা নাগরিকদের দিয়ে থাকি সেগুলো আরো সুন্দর, সুচারুভাবে ও দ্রুততার সাথে দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে।"

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সময় ঢাদসিক প্রশাসক শের আলী বলেন, "সিটি করপোরেশন যে সকল সেবা দিয়ে থাকে তার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ ও সড়ক বাতি ব্যবস্থাপনা ইত্যাদি অন্যতম। আপনারা জানেন, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ৩টি পর্যায়ে হয়ে থাকে। বাসা-বাড়ি হতে সংগ্রহ করে এসটিএস-এ রাখা এবং সেখান থেকে কেন্দ্রীয় ভাগাড়ে নিয়ে যাওয়া। আমরা এই পুরো কার্যক্রম ১ দিনের মধ্যেই সম্পন্ন করতে চাই।"

'সরকারের অন্যান্য মন্ত্রণালয় বা সংস্থার মতো দক্ষিণ সিটির কোন প্রকল্প বা কার্যক্রমে দুর্নীতি হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে কিনা' সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ঢাদসিক প্রশাসক বলেন, "প্রথম বিষয় হচ্ছে, দুর্নীতি বা আইনগত বিষয়গুলো দেখার জন্য রাষ্ট্রের বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থা রয়েছে। আমরা নাগরিক সেবা সংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর জোর দিচ্ছি।"

এছাড়াও ঢাদসিক প্রশাসক মিতালী স্কুল ও আসগর আলী হাসপাতাল সংলগ্ন এলাকায় নর্দমা পরিষ্কার কার্যক্রম এবং দক্ষিণ কুতুবখালী খাল পরিদর্শন করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভুঁইয়া, স্থানীয় কাউন্সিলর মো. শামসুজ্জোহা প্রমুখ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

গেন্ডারিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, জরিমানা ও মিটার জব্দ

‎তুরাগে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে আদালতে মামলা

বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান

৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক : স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার

গুলশান ও তেজগাঁও শিল্প এলাকায় রাজউকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান

নীল অর্থনীতির স্বপ্নভঙ্গ: বিশ্বব্যাংকের হাজার কোটি টাকা ফেরত, উপকূলবাসী বঞ্চিত—ব্যর্থতার দায় কার?

রাজধানীতে বাসে চড়তে হলে কাটতে হবে ই-টিকেট

চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হত্যার হুমকি ডিএমপিতে অভিযোগ

নিটোরে বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

এশিয়ান টিভির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জামায়াত–জমিয়ত ও মজলিস আমিরের আসনে প্রার্থী দেয়নি ইসলামী আন্দোলন

চলমান সংকট নিরসনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা তুলে ধরে নারায়ণগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত