ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

বন্যার্তদের জন্য ১ কোটি টাকা ও কর্মীদের একদিনের বেতন অনুদান দিল এনআরবিসি ব্যাংক


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ২৫-৮-২০২৪ দুপুর ৪:২

বন্যা দূর্গতদের সহযোগিতায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ১ কোটি টাকা এবং সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমান অর্থ অনুদান প্রদান করেছে এনআরবিসি ব্যাংক। এরমধ্যে ৫০ লাখ টাকা ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে’ প্রদান এবং বাকী ৫০ লাখ এনআরবিসি ব্যাংকের আক্রান্ত এলাকার শাখা ও উপশাখাগুলোর মাধ্যমে সরাসরি ভুক্তভোগীদের মাঝে বিতরণ করা হচ্ছে। এক সার্কুলেশন মেমোর প্রেক্ষিতে এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা এই সিদ্ধান্ত নিয়েছেন।  
২৫ আগস্ট, ২০২৪, রোববার সোনালী ব্যাংকের  প্রিন্সিপাল শাখায় প্রধান উপদেষ্টার ত্রাণ  ও কল্যাণ তহবিল অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা পে-অর্ডার জমা করা হয়। এছাড়া ফেনী, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চট্টগ্রামসহ আক্রান্ত জেলাগুলোর বিভিন্ন স্থানে ভুক্তভোগীদের মাঝে খাদ্য সামগ্রীও নগদ টাকা বিতরণ করা হচ্ছে। এছাড়া পরিচালকদের ব্যক্তিগত অনুদান এবং কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমান অর্থ দিয়ে বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী, ওষুধ, পানি বিতরণ করা হচ্ছে। 
এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষে চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, গ্রাম-বাংলার গণমানুষের ব্যাংক ও ‘মানবিক ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পাওয়া এনআরবিসি ব্যাংক কল্যাণমুখী কাজে সবসময় এগিয়ে থাকে। ভয়াবহ বন্যায় সারাদেশের ১১টি জেলার লাখ লাখ মানুষ মানবেতর জীবন-যাপন করছে। এনআরবিসি ব্যাংক বন্ধু হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছে। বন্যা কবলিত মানুষদেরকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এনআরবিসি ব্যাংক।   
তিনি আরও বলেন, সিএসআর তহবিল থেকে আর্থিক সহযোগিতার পাশাপাশি বন্যায় আক্রান্তদের কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসায়িক কার্যক্রম এবং কৃষি ও অন্যান কার্যক্রম পুনরায় শুরু করতে স্বল্প সুদে বিনা জামানতে ক্ষুদ্রঋণ বিতরণ বৃদ্ধি করা হবে। 
উল্লেখ্য, ২০১৩ সালে প্রবাসী উদ্যোক্তাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় এনআরবিসি ব্যাংক। বর্তমানে ৭৫০টি শাখা-উপশাখাসহ সারাদেশের প্রায় দেড় হাজারেরও বেশি সেবাকেন্দ্রের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করছে। প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষুদ্রঋণ বিতরণ করছে এনআরবিসি ব্যাংক। ইতোমধ্যে প্রায় ১ লাখ ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে বিনা জামানতে প্রায় ২ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

কমিউনিটি ব্যাংক ও স্প্লিটপের কৌশলগত সহযোগিতা: যুবসমাজের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিতে নতুন উদ্যোগ

ন্যাশনাল ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন সৈয়দ জুবায়ের আহমদ

বিএসইসি ও সিএসইর যৌথ উদ্যোগে 'এএমএল/সিএফটি কমপ্লায়েন্স' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি-এর যৌথ আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির শুভ উদ্বোধন

বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান পলাশ

সেগমেন্টের সবচেয়ে সেরা আইপি৬৯ প্রো ও ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আনছে রিয়েলমি সি৮৫ প্রো!

মায়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য পাচারকালে ৯ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

এআই প্রযুক্তিনির্ভর স্মার্ট মোবিলিটির উন্নয়নে একসাথে অনার ও বিওয়াইডি

যমুনা ব্যাংক পিএলসি ও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড-এর মধ্যে কর্পোরেট হেলথ চুক্তি স্বাক্ষরিত

আইওটি ও ক্লাউড প্রযুক্তিতে ব্যবসায়িক দক্ষতা বাড়াচ্ছে সার্ভিসিং২৪

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিককে সার্ভার উপহার দিল সার্ভিসিং২৪

এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৭তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকের বার্ষিক এএমএল অ্যান্ড সিএফটি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত