শ্যামনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন, অপসারণ সহ শাস্তির দাবি

সাতক্ষীরার শ্যামনগরের ভূরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, সরকারী অর্থ আত্মসাৎ, হরিলুট ও নারী কেলেঙ্কারীতে জড়িত থাকায় তাহাকে অপসারণ সহ বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। ২৫ আগষ্ট বিকাল ৫টার সময় ভূরুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে এলাকার হাজার হাজার মানুষ ঝটিকা মিছিল নিয়ে ভূরুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, ভূরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জি এম লিয়াকত আলী, সুশীল সমাজের পক্ষে মতিউর রহমান (মতিন), আবু তালেব, জুলফিকার ছিদ্দিক, আব্দুর রশিদ, এ্যাডভোকেট শফিকুল ইসলাম, আজু মোল্লা, রফিকুল ইসলাম, আজিবর রহমান, মাওঃ আবুল কাসেম জিহাদী, রবিউল ইসলাম, আরিফিন মিঠু, মাওঃ আশারাফ আতাউর রহমান, আমজাদ হোসেন প্রমূখ। মানববন্ধনে বক্তরা বলেন, গত ইউপি নির্বাচনে জাফরুল আলম দলীয় প্রভাব খাটিয়ে ভোট চুরি করে নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে উঠেন। স্বৈরাচার সরকারের শাসন আমলে আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্পের নামে কাজ না করে অর্থ আত্মসাৎ করেছেন। সেই টাকা দিয়ে তিনি ঢাকায় ৩টি ফ্লাট ও ১টি প্রাইভেটকার ক্রয় করেছেন। তিনি বয়স্ক ও বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, সুপেয় পানির ট্যাংকি দেওয়ার নাম করে ইউনিয়নের অসহায়, নিরীহ ও খেটে খাওয়া মানুষের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে কোটিপতি বনে গেছেন। তাছাড়া তিনি এলাকার অসহায় নারীদের বিভিন্ন সরকারী সুবিধা দেওয়ার নাম করে ভোগ করেন। তিনি এলাকার রাস্তা সংস্কারের নামে রাস্তার দুই পাশে হরেক রকমের মুল্যবান গাছ কর্তন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি ইউনিয়ন পরিষদের সদস্যদের গত দুই বছরের ভাতার টাকা প্রদান করেন না। ইউপি সদস্যরা ভাতার টাকা চাইতে গেলে তাহাদের সাথে অশোভনীয় আচরণ করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাহার এহেন কর্মকান্ডে কোন ইউপি সদস্য কথা বলেলে তাহাকে জীবন নাশের হুমকি দিতেন। তিনি সরকারী চাউল আত্মসাতের কারণে পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন। অত্র পরিষদের সুমন চৌদিকার হলো তাহার এহেন অপকর্মের হোতা ও লাঠিয়াল বাহিনী। অত্র ইউনিয়নের সাধারণ মানুষ পরিষদে বিভিন্ন ধরনের সেবা নিতে আসলে তাহাদের সাথে অশোভনীয় ও উগ্র আচরণ করেন। তাহার এহেন কর্মকান্ডের ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর হতেই তিনি আত্মগোপনে আছেন। তিনি ইউনিয়ন পরিষদের না আসায় ইউনিয়ন পরিষদের সকল সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে ইউনিয়ন বাসী বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত সময় পলাতক দুর্নীতিবাজ চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুকে অপসারণ করে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের দাবি জানান বক্তারা। এছাড়াও চেয়ারম্যান এ কে এম জাফরুল আলম বাবু কালিগঞ্জ উপজেলাধীন রোকেয়া মুনছুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হয়েছেন ঘুষ বানিজ্যের মাধ্যমে। তিনি অধ্যক্ষ হওয়ার পর থেকে অত্র কলেজের সুন্দরী মেয়েদের তার্গেট করে নিয়মিত ভোগ করতেন বলে বক্তরা বলেন। এবিষয়ে তাহাকে অধ্যক্ষের পদ থেকে বহিষ্কার করার জন্য অত্র কলেজের ছাত্রী, অভিভাবক ও শিক্ষকমন্ডলী মাববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। বক্তারা আরও বলেন, তাহাকে অনতি বিলম্বে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার ও বিচারের আওতায় আনার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। বক্তারা অনতি বিলম্বে এই অনিয়ম, দুর্নীতি, সরকারী অর্থ আত্মসাৎ, হরিলুট ও নারী কেলেঙ্কারীতে জড়িত চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহেনর জন্য সরকারের স্থানীয় পর্যায় সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এবিষয়ে চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। বিধায় তাহার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ২২ দিন ইলিশসহ সবধরণের মাছ ধরায় নিষেধাজ্ঞা

চট্টগ্রামে লাইসেন্সবিহীন ট্রলার সাগরে

পটুয়াখালীতে বিজয় দশমীর শেষ মুহূর্তে চলছে প্রতিমা বিসর্জনের আয়োজন

নবীনগরে জালিয়াতির মাধ্যমে সম্পত্তি দখলের চেষ্টা অভিযোগ

ঘোড়াঘাটে দিন দিন বেড়েই চলছে চুরি-ছিনতাই, জনমনে আতংক

আত্রাইয়ে বিএনপি'র বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

বাল্যবিয়ে করতে এসে কারাগারে গেলেন বর

কোনাবাড়ীতে ২ মাদককারবারী গ্রেফতার

তালায় ক্যান্সারযোদ্ধা মেধাবী কলেজ ছাত্র মেহেদী হাসান বাঁচতে চাই

চার দিন পর পুনরায় চালু হলো সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ি

মোহনগঞ্জে দুর্গাপূজায় বখাটেদের হামলায় আহত ৮

চৌগাছার ভারত সীমান্ত কুলিয়া বাওড় থেকে কঙ্কাল উদ্ধার
