মাগুরায় জামায়াতে ইসলামীর সম্প্রীতি মিছিল ও সমাবেশ
মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার সকাল ১১টার মাগুরা শহরের রোমানী ময়দানে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
৩১ আগস্ট শনিবার শহরের বিভিন্ন জায়গায় দিয়ে সম্প্রীতি মিছিল ও শান্তি ও সম্পৃতি সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখা। সমাবেশে যোগ দিতে জেলার ইউনিয়ন ওয়ার্ড থেকে পৌর কমিটিসহ মাগুরার জামায়াতে ও শিবিরের নেতা কর্মীরা মিছিল নিয়ে শহরের নোমানী ময়দানে জড়ো হতে থাকে। সকাল ১১ টায় শহরের নোমানী ময়দানের সমাবশে স্থল পরিপূর্ণ হয়ে জনস্রোত গড়ায় শহরের চোরঙ্গী মোড় সহ আশপাশের এলাকায় যায়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এমবি বাকের, উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু। অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপজেলা পর্যায়ের জামায়াতে ও শিবিরের নেতা কর্মীরা বক্তব্য রাখেন। ১২ টায় শান্তি ও সম্পৃতি সমাবেশ শেষ করে বিশাল গনমিছিল বের করা হয়। মিছিলটি শহরের নোমানী ময়দান থেকে বের হয়ে চোরঙ্গী মোড়, ভায়না মোড় হয়ে ঢাকা রোড বাস ষ্টান্ডে যেয়ে শেষ হয়। মিছিল থেকে জামায়েতে ইসলামীর নেতাকর্মীদের শান্তি ও সম্পৃতি রক্ষায় বিভিন্ন ইসলামী স্লোগান দিতে দেখা যায়।
এমএসএম / এমএসএম