ঢাকা শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

পটুয়াখালী সওজের বিরুদ্ধে তথ্য চাওয়ায় হুমকী যুগান্তর প্রতিনিধিকে, থানায় জিডি


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১-৯-২০২৪ দুপুর ১২:৪১

“এর আগে আপনি পায়রা সেতুর টোল প্লাজা নিয়ে প্রতিবেদন করছেন,ভাবছিলেন যে আমাদের অনেক কিছু করে ফেলতে পারবেন। এখন আবার তথ্য অধিকার আইনে আবেদন করেছেন,বিষয়টা কি? গর্ভামেন্ট কিন্তু আপনার বিরুদ্ধে আমাকে মামলা করার রাইট দিছে। আপনাকে জেল খাটানোর রাইট দিছে। আপনার পেছনে গোয়েন্দা সংস্থার কোন তথ্য থাকে, গর্ভামেন্ট অফিসার হিসেবে আমাকে রাইট দিছে। আপনার সর্ম্পকে আমি সব ধরনের খোঁজ-খবর নিছি। আপিন সাংবাদিক হয়ে কি সবার বিরুদ্ধে প্রতিবেদন দিতে পারেন?।” দৈনিক যুগান্তর পটুয়াখালী জেলা প্রতিনিধি (উপকুল) বিলাস দাসকে এমন হুমকী দেন পটুয়াখালী সড়ক বিভাগের সদ্য বদলি হওয়া র্নিবাহী প্রকৌশলী এ.এম আতিক উল্লাহ। এঘটনায় নিরাপত্তার স্বার্থে ৩০ আগষ্ট পটুয়াখালী সদর থানায় জিডি করেছে বিলাস দাস। জিডি নং-১১৫২/২৪। এ প্রসঙ্গে পটুয়াখালী সওজের বর্তমান নির্বাহী প্রকৌশলী জামিল আক্তার বলেন-ব্যস্ততার কারনে আবেদনটি আমার নজরে আসেনি। তিনি র্দীঘদিন এখানে থাকায় কেউ হয়তো আবেদনের কপি তাকে দিয়েছেন। এ প্রসঙ্গে সদর থানার অফিসার ইনচার্জ মো. জসীম বলেন-লিখিত অভিযোগ জিডি হিসেবে অর্ন্তভুক্ত করেছি এবং একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

সুত্রমতে,চলতি বছরের ১৭ ফেব্রুয়ারী “ ১৫শ কোটি টাকার পায়রা সেতুতে লুটপাটের মহোৎসব। দুই-তৃতীয়াংশ টোলের অর্থ কর্মকর্তা-কর্মচারীর পকেটে। মুখ খুলছে না সওজ, দুর্নীতি ঢাকতে তদন্ত-অডিট।” এমন শিরোনামে যুগান্তরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর আগে “পায়রা সেতু ব্যবস্থাপনায় ত্রুটি,সাধারণ পদ্ধতিতে পার হচ্ছে ভারী যান বাহন” শিরোনামে আরও একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পটুয়াখালী সড়ক বিভাগের র্নিবাহী প্রকৌশলী এ.এম আতিক উল্লাহসহ কয়েকজনের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি,অর্থের বিনিময় র্নিদিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়া এবং ভুয়া বিল-ভাউচারে বরাদ্দের ৭০ শতাংশ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এসব ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সওজ প্রধান প্রকৌশলীর কাছেও অভিযোগ দেয়া হয়। কিন্তু অজ্ঞাত কারনে কোন তদন্ত অথবা যথাযথ ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এসব অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে মাঠে কাজ শুরু করে যুগান্তর। অনুসন্ধানের অংশ হিসেবে সওজের কাছে তথ্য চাওয়া হলে তারা তথ্য দেয়ার নামে টালবাহানা শুরু করে। তাদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান ও প্রতিবেদন প্রকাশ না করেত প্রভাবশালী মহলকে দিয়ে প্রভাবিত করা হয় প্রতিনিধি বিলাস দাসকে। 

এরই ধারাবাহিকতায় ২৫ আগষ্ট তথ্য অধিকার আইনে পটুয়াখালী সড়ক বিভাগের কাছে লিখিত আবেদনের মাধ্যমে তথ্য চাওয়া হয়। এর সুত্র ধরে ২৮ আগষ্ট বদলি হওয়া নির্বাহী প্রকৌশলী এ.এম আতিক উল্লাহ প্রতিনিধির ব্যবহৃত মোবাইলে কল দিয়ে ক্ষিপ্ত হয়ে তথ্য চাওয়ার কৈফিয়ত জানতে চেয়ে হুমকী-ধামকী দিয়ে বলেন-“আমি এ.এম আতিক উল্লাহ একজন সরকারী কর্মকর্তা। এ.এম আতিক উল্লাহ সরকারী কর্মকর্তা হিসেবে যদি কোন ভুল করে,তার জন্য আইন আছে,আদালত আছে, দুদক আছে: আপনি সাংবাদিক হয়ে কি সবার বিরুদ্ধে রির্পোট করতে পারেন? এসময় তিনি তার আমলের বিষয় বস্তু নিয়ে ঘাটাঘাটি করতে নিষেধ করেন। এসময় প্রতিনিধির সঙ্গে আপত্তিকর আচরনে লিপ্ত হন তিনি। এর আগের আতিক উল্লাহ‘র অশ্লীল আচরনের ঘটনায় সড়ক বিভাগের প্রধান প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করে পটুয়াখালী সড়ক বিভাগে অন্তত ২০ জন কর্মকর্তা-কর্মচারী।

T.A.S / এমএসএম

আশুলিয়ার মামলাবাজ গাজী নাছরিন, উপরে টিকটকার, ভেতরে আওয়ামীলীগার

কাপাসিয়ার টোক বিএনপির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ডাসকো ফাউন্ডেশন: তানোর-গোদাগাড়ীতে ৮০ পরিবারে ত্রাণ বিতরণ

বারহাট্টায় বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রি-পিস জব্দ

জয়পুরহাটে ক্রীড়া অফিসের উদ্যোগে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

কর্ণফুলীতে জমি বিরোধে ব্যবসায়ীকে মারধর, থানায় মামলা

‎ধোপাজান নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে জলপাই ও বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ বিদ্যালয়ের ৫ ছাত্রী

‎মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো

মেহেরপুরে শ্বশুর হত্যার দায় জামাতা আলমগীর হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ধামরাইয়ে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ

উলিপুরে আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত

সাবেক হুইপ ওয়াহিদুল আলমের কবর জিয়ারতে মাধ্যমে হাটহাজারীতে মীর হেলালের নির্বাচনী প্রচারনা শুরু