ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১৪-১-২০২৬ রাত ৯:২৩

 দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৩ টন ভারতীয় ইলিশ মাছের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ঘোষণাপত্রে সাদা মাছ উল্লেখ থাকলেও চালানটিতে আমদানি নিশিদ্ধ প্রায় সাড়ে ৩ টন ইলিশ মাছ পাওয়া গেছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। গত ৫ই আগষ্ট-২৪ আ.লীগ সরকার পতনেরপর দীর্ঘ দেড় বছর পর কাঁচামালের শেড থেকে শুল্কফাঁকির চালান আটকের ঘটনা এটিই প্রথম। 
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বেনাপোল কাস্টমস হাউসের ৩১ নম্বর কাঁচামালের শেডে গোপন তথ্যের ভিত্তিতে ঘোষনাবর্হিভূত মাছের চালানটি আটক করা হয়। আমদানিকৃত দুটি ভারতীয় মাছের ট্রাক (ডাব্লু বি-২৫কে-৩০২৯ ও ডাব্লু বি ১১ই-৫০২৭) ট্রাক থেকে পণ্য খালাসের সময় সন্দেহ দেখা দিলে বেনাপোল কাস্টমসের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পরীক্ষণ করলে শুল্কফাঁকির উদঘটন হয়।
কাস্টমস সূত্র জানায়, আমদানি চালানে ঘোষণাপত্রে ‘সুইট ফিস’ বোয়াল, ফলিও ও বাঘাইর মাছ উল্লেখ থাকলেও বাস্তবে ২২৫ প্যাকেজের মধ্যে ৫৪ প্যাকেজে প্রায় সাড়ে ৩ টন ভারতীয় ইলিশ মাছ পাওয়া যায় । যার বাজার মূল্য প্রায় ত্রিশ লাখ টাকা। ঘোষণার সাথে পণ্যের এই স্পষ্ট অমিলের কারণে পুরো চালানটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
কাস্টমস নথি অনুযায়ী, আটক চালানটির ভারতীয় রপ্তানিকারক ছিল মেসার্স আরজে ইন্টারন্যাশনাল ও বাংলাদেশি আমদানিকারক হিসেবে দেখানো হয় সাতক্ষীরার মেসার্স জান্নাত এন্টারপ্রাইজ। বেনাপোল বন্দরে কাস্টমস ক্লিয়ারেন্সের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট লিংক ইন্টারন্যাশনাল। 
তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, এই তিন পক্ষের সমন্বয়েই ঘোষণাপত্রে পণ্যের প্রকৃতি গোপন রেখে কম শুল্কের মাছ দেখিয়ে খালাসের চেষ্টা করা হচ্ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, পরীক্ষণ গ্রুপ-৩ এর রাজস্ব কর্মকর্তা উদ্ধব চন্দ্র পাল ও তার প্রধান সহকারী রাজস্ব কর্মকর্তা মাহাবুরের যোগসাজসে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট কিছু সিঅ্যান্ডএফ এজেন্টকে লোক দেখানো পরীক্ষণ রিপোর্টে অনৈতিক সুবিধা দিয়ে কোটি কোটি টাকা শুল্কফাঁকির সহায়তা দিয়েছেন। বিনিময়ে সব ঘাট ম্যানেজ করে প্রতিটি চালানের বিপরীতে মোটা অংকের মাসোহারা ও ঘুষ গ্রহণ করতেন বলে অভিযোগ রয়েছে।
তারা আরো জানায়, ৫ আগস্ট পরবর্তীতে ৩১ নম্বর কাঁচামালের মাঠে গড়ে উঠা সিন্ডিকেট চক্রের ১ম এই চালান জব্দের ঘটনা কেবল একটি চালান আটকের মধ্যেই সীমাবদ্ধ নয়। বন্দর ও তদন্ত সংশ্লিষ্টদের মতে, এটি দীর্ঘদিন ধরে চলে আসা শুল্ক ফাঁকি, ঘোষণার বাইরে পণ্য আমদানি এবং কাস্টমসের ভেতর-বাইরের একটি সংঘবদ্ধ চক্রের কার্যক্রমের বাস্তব প্রতিফলন। প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় ইলিশ জব্দের ঘটনা এমনই একটি চালান এটি। 
শুল্ক গোয়েন্দাদের প্রাথমিক তদন্তে দেখা গেছে, এই অবৈধ আমদানির পেছনে কিছু কর্মকর্তার সরাসরি সহযোগিতার অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, দীর্ঘ দেড় বছরপর শুল্কফাঁকির চালান আটক হলো। নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান “যোগদানের তৃতীয় দিনেই তিনি শুল্কফাঁকির চালান আটক” করলেন। এতেই স্পষ্ট বোঝা যায় কর্মকর্তাদের পকেটস্তকে কাজে লাগিয়ে এভাবে শুল্কফাঁকি হচ্ছিল। যার কারনে গত ৬ মাসে বেনাপোল বন্দরে ১ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। আর আঙ্গুল ফুলে কলাগাছ বণে গেছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের সদস্যরা। 
ব্যবসায়ীরা আরও জানান, বেনাপোল বন্দরে চলমান শুল্কফাঁকির রাতের বাজারের দিকে কমিশনার ফাইজুর রহমান চোঁখকান খোলা রাখলেই এমন শুল্কফাঁকির চালান নিয়মিত ধরা পড়বে বলে নিশ্চিত করেন। 
এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান বলেন, ঘোষণাপত্রের সঙ্গে পণ্যের প্রকৃত অবস্থার স্পষ্ট অমিল পাওয়া গেছে, যা শুল্ক আইনের গুরুতর লঙ্ঘন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট সবাই তদন্তের আওতায় রয়েছে।
তিনি আরও বলেন, কাস্টমসের কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি এই ধরনের অনিয়মে জড়িত থাকেন, তদন্তে তা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
 

এমএসএম / এমএসএম

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ