চবি শাটল
চবি শাটল
রেফায়েত উল্যাহ রুপক
চবি শাটলের বিবর্ণ- রঙ্গিন বগিগুলো
সে তো বগি নয় স্বপ্নচারীদের আঁতুড়ঘর,
গল্পের,গানের,স্বপ্নের ফেরিওয়ালাদের মিলনমেলা
চবি শাটলের বগিগুলো চির জীবন্ত ইতিকথা।
বিবর্ণ, রঙ্গিন, কিংবা লক্করঝক্কর
সে যাই হোক শাটল আমাদের আবেগ।
অনুভব,ভালোলাগা কিবা ভালোবাসা
শাটলের সাথে মিশে আছে যেন কত স্মৃতিকথা।
গরমে অতিষ্ঠ, আছে সিট স্বল্পতা
দাঁড়িয়ে যাওয়া ভীষণ দায়,
তবু ধরা চাই জায়গাটা।
নিরব কেউ,কারো চোখ শীট,নোট, কিবা বইয়ে
কারো কারো উল্লসিত মুখে গল্পের ফোয়ারা ছুটে।
কৈশোর কিবা যৌবনের দুরন্তপনায়
কতশত স্মৃতি, কত রঙ্গিন স্বপ্নরা উঁকি দেয় মনে।
শাটলের কোন এক বগি হয়ত দাগ কাটে প্রাণে
সখ্যতা হয় কোন এক স্বপ্নচারীর সাথে।
সুর তোলা গান আর গল্পের ভীড়ে
হারিয়ে যায় সময়গুলো শাটলের বগিতে।
ছুটে চলা ট্রেনে যাওয়া হবে না হয়ত একদিন
তবু মনে হবে বারবার শাটলের দিনগুলো ছিল রঙ্গিন।
কবি ও শিক্ষার্থী, মনোবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এমএসএম / এমএসএম
Link Copied