ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

রূপগঞ্জে টিনের বেষ্টনী ভেঙে সরকারি ৫ বিঘা সম্পত্তি দখলমুক্ত করল প্রশাসন


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ৩:৫১

নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জে হোসেন মাহমুদ নামে এক প্রভাবশালীর দখলে থাকা প্রায় ৫ বিঘা সরকারি সম্পত্তি টিনের বেষ্টনী ভেঙে দখলমুক্ত করেছে প্রশাসন। বুধবার (২৫ ‍আগস্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হয়। সরকারি সম্পত্তি দখলমুক্ত করায় এলাকাবাসী উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। আবার যাতে দখলমুক্ত হওয়া সম্পত্তি দখল করতে না পারে সে ব্যাপারে দৃষ্টি দেয়ারও আহ্বান জানান এলাকাবাসী।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম জানান, ১নং খাস খতিয়ানভুক্ত জমি ৮২ শতাংশ ও শীতলক্ষ্য‍া নদীর জমি মিলিয়ে প্রায় ৫ বিঘা সম্পত্তিতে স্থানীয় এলাকাবাসী সবজি, আখসহ বিভিন্ন সবজি চাষাবাদ করত। প্রায় ৭ কোটি টাকা মূল্যের সম্পত্তি হোসেন মাহমুদ নামে এক ব্যক্তি তার নিয়োজিত লোকজনকে দিয়ে টিনের বেষ্টনী স্থাপন করে দখলে নিয়ে নেয়। এ ব্যাপারে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এ ব্যপারে স্থানীয় এলাকাবাসী উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহানের নির্দেশক্রমে তারা ঘটনাস্থলে পরিদর্শন করে সত্যতা পান। তাৎক্ষণিক সরকারি সম্পত্তিতে নিষেধাজ্ঞা সাইনবোর্ড সাটিয়ে দেয়া হয়।

তিনি ‍আরো জানান, এছাড়া ২৫ আগস্টের মধ্যে দখল করা সরকারি সম্পত্তি দখলমুক্ত করে দেয়ার জন্য হোসেন মাহমুদ ও শাহ নেওয়াজ নামে দুই ব্যক্তিকে নোটিসও দেয়া হয়। নোটিসের সময় অনুযায়ী ২৫ আগস্ট (বুধবার) সকালে সরেজমিন গিয়ে টিনের বেষ্টনী ভেঙে সরকারি দখল করা ৫ বিঘা সম্পত্তি দখলমুক্ত করেন তারা।

এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে দখলমুক্ত হওয়া সরকারি সম্পত্তিতে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান জানান, এই সরকারি সম্পত্তি দখলমুক্ত করার পর অন্যান্য জায়গায় আরো সরকারি সম্পত্তি আছে কি-না তা খতিয়ে দেখে অভিযান পরিচালনা করা হবে। প্রধানমন্ত্রীর প্রকল্প আশ্রয়ণের জন্য আমাদের প্রচুর চাহিদা রয়েছে। দখলমুক্ত হওয়া সরকারি সম্পত্তি যদি ঘর করার মতো উপযোগী হয় তাহলে আমরা জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। 

এমএসএম / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত