জবর-দখল করে পাশার 'কক্স কুটুম বাড়ি রেস্টুরেন্ট '
অদৃশ্য ক্ষমতার প্রভাবে কোটি টাকার জায়গা দখলে পাশা

কক্সবাজার শহরের কলাতলী বীচ ভিউ হোটেলের জায়গা ও সরকারী সড়ক জবর-দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে রেস্টুরেন্ট পরিচালনার অভিযোগ পাওয়া গেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।
অভিযোগ আছে, হোটেল বীচ ভিউ এর কোটি টাকা মূল্যের পার্কিং স্পেস, জরুরী বহির্গমণ, ইলেকট্রিক সাব স্টেশন ও সড়কের চলাচলের রাস্তা দখল করে প্রায় আট বছর ধরে স্থাপনা তৈরী করে 'কক্স কুটুম বাড়ি' নামের একটি রেস্টুরেন্ট পরিচালনা করে আসছেন নুরুল কবির পাশা ও তার স্ত্রী রুপা পাশা।
এ বিষয়ে 'কক্স কুটুম বাড়ি' রেস্টুরেন্টের অবৈধ দখলদার নুরুল কবির পাশার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানা ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে লিখিত অভিযোগ দায়ের করেছে রিসোর্ট বীচ ভিউ ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের পক্ষে শহিদ উল্লাহ।
রিসোর্ট বিচ ভিউ এর ব্যাবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল্লাহ বলেন, হোটেলের পার্কিং দখল করে রেস্টুরেন্ট নির্মাণ, জরুরী বহির্গমনের পথ বন্ধ করে রান্নাঘর নির্মাণ, সাব স্টেশনের অংশ রান্না ঘরে ঢুকিয়ে নেওয়া ও জেনারেটরের রুম থেকে বের হওয়ার পথ দখল করে বারবিকিউ রান্নাঘর নির্মাণ এবং সড়কের চলাচলের রাস্তা দখল করে বারবিকিউ স্টেশন তৈরী করায় অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়েছে হোটেলটি। অগ্নি নির্বাপক সরঞ্জাম না রেখে খোলা জায়গায় গ্যাস ও বদ্ধ রান্নাঘরে সমস্ত কাজ করার ফলে প্রতিদিন হোটেলে অবস্থানরত শত শত পর্যটকদের নিয়ে ভয়ে দিন কাটাতে হচ্ছে।
এছাড়াও বিদ্যুতের মিটার না পাওয়ায় তাদের পরিচালনাধীন হোটেল আইল্যান্ডিয়া থেকে রাস্তা খুড়ে মাটির নীচ দিয়ে বিদ্যুৎ ও পানির লাইন এনে ঝুকি নিয়ে রেস্টুরেন্ট চালাচ্ছে তারা। ফলে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনায় রুপ নিতে পারে বলেও ধারনা করা হচ্ছে। এমনকি রেস্টুরেন্ট পরিচালনার কোন নিয়ম নীতিমালা তোয়াক্কা না করেই চালিয়ে যাচ্ছে অবৈধ রেস্টুরেন্টের কার্যক্রম। প্রশাসন যদি দ্রুত এই অবৈধ রেস্টুরেন্টে উচ্ছেদ না করে তাহলে ঢাকা বেইলী রোডের রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মত ট্র্যাজেডির ঘটনা ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন রিসোর্ট বিচ ভিউ এর ব্যাবস্থাপনা পরিচালক।
তিনি আরো বলেন, দীর্ঘ ৮ বছর ধরে রিসোর্ট বীচ ভিউ কর্তৃপক্ষের কোন চুক্তি ছাড়া অবৈধভাবে জবর দখল করে রেস্টুরেন্ট পরিচালনা করে আসছে নুরুল কবির পাশা ও তার স্ত্রী রুপা পাশা। তাদেরকে রেস্টুরেন্ট ছাড়ার জন্য একাধিকবার নোটিশ দেওয়া হলেও আজ বসব কাল বসব বলে সময় ক্ষেপন করেই যাচ্ছে। কখনো আওয়ামী লীগের প্রভাবশালীদের নাম ব্যাবহার করে আবার কখনো বিএনপির সিনিয়র নেতাদের নাম ব্যাবহার করে বছরের পর বছর ভোগ দখল করে আসছে তারা। এই ৮ বছরে কর্তৃপক্ষ বাইরে ওই স্পেসটি ভাড়া দিলে অন্তত ১ কোটি টাকা ভাড়ার টাকা আদায় করতে পারতো। শীঘ্রই ৮ বছরের ভাড়ার টাকা চেয়ে ক্ষতিপূরনের মামলা করা হবেও বলে জানান তিনি।
রিসোর্ট বীচ ভিউ এর ফ্ল্যাট মালিক এসোসিয়েশনের সভাপতি খোরশেদ আলম বলেন, নুরুল করিম পাশাকে অনেকবার বলার পরেও অবৈধ স্থাপনা সরাচ্ছে না। কোন রকম চুক্তিপত্র বা কোন কাগজ ছাড়াই স্থানীয় প্রভাবশালীদের সাথে সখ্যতা গড়ে তোলে প্রভাব বিস্তার করছেন তিনি। স্থানীয় কিছু সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনীতিবিদদের বশে নিয়ে ক্ষমতা দেখান । রেস্টুরেন্ট ছাড়ার কথা বললেই তাদের মাধ্যমে বিভিন্ন অজুহাত দেখিয়ে সটকে যান তিনি।
রিসোর্টের কর্মচারীরা জানান, ইলেকট্রনিক সাব স্টেশনে মাঝে মাঝে বিকট শব্দ হয়ে বিদ্যুৎ চলে যায়। পরে সেখানে গিয়ে চেক করলে দেখা যায় কুটুমবাড়ি রেস্টুরেন্টের ইদুর বৈদ্যুতিক তারের সাথে শর্ট খেয়ে মরে যাওয়ার কারনে শর্ট লেগে এই অবস্থা হয়। প্রতিমাসে অন্তত তিন চারবার এ ধরনের ঘটনা ঘটে। প্রতিবারই বিদ্যুৎ বিভাগের লোকজন এনে ঠিক করতে হয় লাইন। এই অবৈধ অনুমোদনবিহীন রেস্টুরেন্টের ইদুরের শর্ট খাওয়ার কারণে দূর্ঘটনার ভয়ে প্রতিদিন আতংকে দিন কাটাতে হয় তাদের।
রিসোর্ট বিচ ভিউ এর চেয়ারম্যান মোঃ কাসেম বলেন, নুরুল করিম পাশাকে মৌখিক ও লিখিতভাবে এাকাধিকবার জমি ছেড়ে দিতে বলা হলেও অদৃশ্য ক্ষমতাবলে ছাড়ছেন না। উল্টো স্থানীয় প্রভাবশালীদের ব্যাবহার আমাদের হেনস্থা করার চেষ্টা চালান তারা। ভবনের ফ্ল্যাটের মালিকরা বিভিন্ন জায়গায় থাকায় এতদিন ব্যাবস্থা গ্রহন করতে বিলম্ব হয়।
নুরুল কবির পাশার স্ত্রী রুপা পাশা বলেন, হানিফ পরিবহনের মালিক হানিফের কাছ থেকে আমরা ভাড়া নিয়েছি। তাকে নিয়মিত ভাড়া পরিশোধ করি।
অভিযোগের বিষয়ে নুরুল কবির পাশা বলেন, কর্তৃপক্ষের কাছ থেকে ভাড়া না নিলেও প্রায় কয়েক বছর ধরে তিনজন ফ্ল্যাট মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে আমরা রেস্টুরেন্ট পরিচালনা করে আসছি। তাদেরকে নিয়মিত ভাড়াও প্রদান করে বলে দাবী করেন পাশা। এছাড়াও রাস্তা দখলের বিষয়ে তিনি বলেন, অনেক হোটেল মালিকই তো রাস্তা দখল করে আছেন। আমিও দখল করে সৌন্দর্য বর্ধনের চেষ্টা করেছি।
তবে হোটেল কর্তৃপক্ষ বলছে, নুরুল কবির পাশা যাদের কাছ থেকে ভাড়া নিয়েছে বলে দাবী করছেন তারা হোটেলের কেউ নয়। এমনকি ফ্ল্যাট মালিকও নয়। দখল টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জনের নাম ব্যাবহার করেন তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, কক্স কুটুম বাড়ি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নুরুল কবির পাশা ও রুপা পাশার বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তদের ব্যাবস্থা গ্রহণ করা হবে।
ঝুকি নিয়ে রাস্তার নীচ দিয়ে তার নিয়ে রেস্টুরেন্ট পরিচালনার বিষয়ে কক্সবাজার বিদ্যুৎ বিভাগের নির্বাহী পরিচালক আব্দুল কাদের গনি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা ৩১ তারিখের ভিতরে লাইন বিচ্ছিন্ন করার সময় দিয়েছিলাম। যদি না করে তাহলে আমাদের পক্ষ থেকে বিচ্ছিন্ন করা হবে।
সড়ক দখল করে রেস্টুরেন্ট নির্মাণের বিষয়ে কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ বলেন, কলাতালী হোটেল মোটেল জোনের মত গুরুত্বপূর্ণ জায়গায় সড়ক দখল করে স্থাপনা নির্মাণ করার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
পার্কিং ও জরুরী বহির্গমণ পথ দখল করে রেস্টুরেন্ট স্থাপনার বিষয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল আবছার বলেন, বিল্ডিং কোড না মেনে স্থাপনার বিষয়ে জানা নেই। সরেজমিনে তদন্ত করে সত্যতা পেলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম

চসিকের সিইওকে সরাতে মেয়রের ডিও লেটার

নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল হাসনাতের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ

মুলাদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামালপাড়া যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন

‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর জরুরি’: কানাডা বিএনপি নেতা হুমায়ুন পাটোয়ারী

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ লক্ষাধিক টাকার মাদক ও জাল নোট জব্দ

কেরানীগঞ্জে চাষের মাগুরকে খাওয়ানো হচ্ছে মরা মুরগি, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
