শ্যামনগরে ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে মানববন্ধন
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার গণঅভ্যুর্থানে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার রেখে যাওয়া সন্ত্রাসী বাহিনী স্বাধীন বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তারই ধারাবাহিকতায় অবৈধ ভোটে নির্বাচিত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন ৮নং ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. জিএম শোকর আলীর সীমাহীন দূর্নীতি ও সন্ত্রাসী র্কমান্ডের বিরুদ্ধে ইউনিয়নের সর্বস্তরের জনগণ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। মানববন্ধনে আগত শত শত নারী ও পুরুষ ইউপি চেয়ারম্যান এ্যাড. জিএম শোকর আলীকে অপসারণ ও শাস্তির দাবি করে বলেন, চেয়ারম্যান ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হওয়ায় পেশী শক্তির বলে দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে ভোট চুরির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি চেয়ারম্যান হওয়ার পর থেকে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, অর্থ আত্মসাৎসহ, সরকারী-বেসরকারী বিভিন্ন প্রকল্প অর্থ আত্মসাৎ, টিআর কাবিটা, কাবিখার অর্থ হরিলুট করেছেন। এলাকার সাধারণ খেটে খাওয়া নিরীহ সরল সোজা মানুষের নিকট থেকে বিভিন্ন সুবিধা যেমন- বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিডব্লিউবি কার্ড, খাদ্যবান্ধব কর্মসূচীর কাড, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, পানির ড্রাম দেওয়ার নাম করে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে দালাল সহ বিভিন্ন মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তাহার এহেন বিষয়ে কেহ কোন প্রতিবাদ করিলে তাহাকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছেন। তাহার জলন্ত প্রমান হলো ৬নং ওয়ার্ডের গুমানতলী গ্রামের মৃত জোনাব আলী গাজীর ছেলে সমাজসেবক ও অন্যায়ের প্রতিবাদকারী আব্দুল হামিদ গাজী। তিনি ৬নং ওয়ার্ডের মেম্বর রাশিদুল ও চেয়ারম্যানের এহেন দূর্নীতির বিরুদ্ধে সরকারী বিভিন্ন দপ্তরে অভিযোগ ও মানববন্ধন করায় তাহাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। অনতি বিলম্বে তাহার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। এসময় তারা চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবিতে স্লোগান দিতে দিতে উপজেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে ঝটিকা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য দেন, প্রভাষক আব্দুল ওহাব, সাবেক চেয়ারম্যান জি,এম সাদেকুর রহমান, আনোয়ারুল ইসলাম আঙ্গুর প্রমুখ। মানববন্ধনে তারা আরও বলেন, ফ্যাসিস্ট পতিত হাসিনা সরকারের মদদপুষ্ট ইউপি চেয়ারম্যান এ্যাড. জিএম শোকর আলীর সন্ত্রাসী বাহিনীর হাতে নির্যাতিত হয়েছে এলাকার হাজার হাজার মানুষ। তারা অনতিবিলম্বে তদন্তপূর্বক এ সন্ত্রাসী, দূর্নীতি পরায়ন ভূয়া চেয়ারম্যানের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট।
এমএসএম / এমএসএম
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান