ঢাকা বৃহষ্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

যে কারণে সরকারি পুরস্কার ফেরালেন সুদীপ্তা চক্রবর্তী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২৪ দুপুর ১০:৫৭

পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করার এই ঘটনার রেশ পুরো ভারতে ছড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে সরকারি পুরস্কার ফেরালেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তার এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘স্যালুট সুদীপ্তা চক্রবর্তী। ২০১৩ সালে উনি রাজ্য সরকারের থেকে সিনেমায় অবদানের জন্য একটি পুরস্কার পেয়েছিলেন। আজ আই অ্যান্ড সি মিনিস্ট্রিকে (তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ) ই-মেইল করে সেই পুরস্কার ফিরিয়ে দিয়েছেন তিনি। যে যার নিজের মতো করে প্রতিবাদ চালিয়ে যান।’আর জি কর কাণ্ড নিয়ে প্রথম দিন থেকেই সরব স্বস্তিকা। অভিনেত্রীর মন্তব্য, ‘আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। কতটা যন্ত্রণা সহ্য করে মেয়েটিকে মারা যেতে হয়েছে, মেয়ে হিসেবে ভাবলেই আমার গা শিউরে উঠছে। আমি চাইব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রকৃত অর্থেই এর সমাধান করুন। যাতে ওর প্রতি আমাদের ভরসা থাকে।’এদিকে রাজ্য সরকারের দেওয়া দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরানোর আবেদন জানিয়ে ই-মেইল করেন প্রবীণ নাট্যব্যক্তিত্ব চন্দন সেন। জানা গেছে, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার ফেরত পাঠাচ্ছেন অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায়ও। 
জাস্টিস ফর আর জি কর’- শহর কলকাতার বুকে একটাই ধ্বনি। তিন সপ্তাহ ধরে ন্যায়বিচারের জন্য আন্দোলন করে যাচ্ছেন সাধারণ জনগণ থেকে শুরু করেন অভিনেতা-অভিনেত্রীরা। ক্রমশই এই আন্দোলন বড় আকার ধারণ করছে। উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।
তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুঁসে ওঠে কলকাতা, পরে গর্জে ওঠে পুরো পশ্চিমবঙ্গ।

 

Aminur / Aminur

অভিনয় জীবনে ২৫ বছর পার করতেই বড় চ্যালেঞ্জের মুখে কারিনা

মাইলির বিরুদ্ধে মামলা

ঢাকায় সিনেমা "চন্দ্রতারা"র নায়ক হচ্ছেন "রোমেল ইশতিয়াক" 

যা ক্ষতি হওয়ার হয়েছে, আমি সেরে উঠেছি : প্রভা

তোমার শূন্যতা কখনো পূরণ হবে না : অপু বিশ্বাস

প্রেমের প্রস্তুতি নিচ্ছেন আমিরপুত্র-শ্রীদেবীকন্যা

কষ্টের কথা জানালেন দিয়া মির্জা

আয়ের রেকর্ড, ‘অ্যানিমেল’-কে টপকে গেল ‘স্ত্রী ২’

তোপের মুখে শিল্পকলা ছেড়ে লাইভে কাঁদলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

সাদিয়া আয়মানের ‘আস্ক অর টেল’

দীপিকা-রণবীরের মেয়ে কত সম্পত্তির মালিক?

অল্পের জন্য প্রাণে বাঁচলেন মধুমিতা

মাইকেল জ্যাকসনের ভাই সংগীতশিল্পী টিটো মারা গেছেন