ঢাকা শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

মাজার-দরবারে হামলা ও ভাংচুরের প্রতিবাদে তরিকতপন্থী ছাত্র সংগঠনের মানববন্ধন


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ৪:৪১

সাম্প্রতিক সময়ে কিছুসংখ্যক দুষ্কৃতকারী দেশব্যাপী আউলিয়ায়ে কেরামের মাজার এবং দরবারে হামলা ও ভাংচুরের মতো জঘন্যতম অপরাধ সংঘটিত করেছেন। তারাই ধারাবাহিকতায় সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে তরিকতপন্থী দেশব্যাপী আউলিয়ায়ে কেরামের মাজার এবং দরবারে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ছাত্র সংগঠনের শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাম্প্রতিককালে সারাদেশের বিভিন্ন দরবার ও মাজারে নৃশংস হামলার বৃত্তান্ত তুলে ধরা হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মানববন্ধন শুরু হয়। পরে বক্তাগণ অলী-আল্লাহর শান-মর্যাদা এবং রওজা-মাজার সম্পর্কে ইসলামী শরিয়তের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোকপাত করেন। তারা সাম্প্রতিক সময়ে মাজার ও দরবারসমূহে দুষ্কৃতকারীদের হামলা সম্পর্কে বর্ণনা করেন। পরে তারা তাদের ১০ দফা দাবি পাঠ করে। 

তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- অবিলম্বে দেশের মাজার, দরবার ও খানকাহ শরিফ ভাঙার সাথে জড়িত সকল ব্যক্তিকে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে হবে, যে সকল মসজিদে উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রচার করার মাধ্যমে তরিকতপন্থী মাজার ও দরবার ভাংচুরে উস্কানি দেয়া হচ্ছে, শিগগিরই তাদের শাস্তি প্রদান করতে হবে। উগ্রবাদীদের হামলায় যেসব তরিকতপন্থী আহত হয়েছেন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, উগ্রবাদীদের হামলায় যারা নিহত হয়েছেন, প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের খুঁজে বের করে বিচার করতে হবে।

সবশেষে তরিকতপন্থী ছাত্র সংগঠনের প্রতিনিধি ফেরদৌস সানি সংগঠনটির ভবিষ্যৎ কর্মসূচী ঘোষণা করেন।
তরিকতপন্থী ছাত্র সংগঠনের ১০ দফা দাবি ও প্রেস করেছেন।

১/ অবিলম্বে দেশের মাজার, দরবার ও খানকাহ শরীফ ভাঙার সাথে জড়িত সকল ব্যক্তিকে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে হবে।২/যে সকল মসজিদে উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রচার করার মাধ্যমে তরিকতপন্থী মাজার ও দরবার ভাঙচুরে উসকানি দেওয়া হচ্ছে, অতি শীঘ্রই তাদের শাস্তি প্রদান করতে হবে।৩/ উগ্রবাদীদের হামলায় যে সকল তরিকতপন্থী আহত হয়েছে, তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।৪/উগ্রবাদীদের হামলায় যারা নিহত হয়েছে, প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের খুঁজে বের করে বিচার করতে হবে।৫/দেশের সকল মাজার, দরবার ও খানকাহ শরীফের নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

৬।দেশের এ ক্রান্তিলগ্নে যে সকল ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক বিবৃতি দিয়ে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।৭। দেশের সকল তরিকতপন্থীর নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে প্রকৃত অর্থে স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে।

৮। যে সকল দরবার ও মাজারে চরমপন্থীদের হামলার হুমকি রয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে ঐ সকল দরবার ও মাজারে সেনাসদস্য মোতায়েন করতে হবে।৯। যে সকল দরবার এবং মাজার শরীফে হামলা, ভাংচুর ও লুটপাট হয়েছে, মাননীয় ধর্ম উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ঐ সকল প্রতিষ্ঠান পরিদর্শন করে এগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণে বিবৃতি প্রদান করতে হবে।১০। যেহেতু ইতোমধ্যে অনেক দরবার ও মাজারে নৃশংস হামলা হয়েছে, তাই অবিলম্বে দরবার ও মাজারগুলোর নিরাপত্তার স্বার্থে বিশেষ নিরাপত্তাসংক্রান্ত সেল গঠন করতে হবে। এই সেলে একাধিক হটলাইনের মাধ্যমে সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টার মধ্যে ঐ সকল প্রতিষ্ঠান পরিদর্শন করে এগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণে বিবৃতি প্রদান করতে হবে।

যেহেতু ইতোমধ্যে অনেক দরবার ও মাজারে নৃশংস হামলা হয়েছে, তাই অবিলম্বে দরবার ও মাজারগুলোর নিরাপত্তার স্বার্থে বিশেষ নিরাপত্তাসংক্রান্ত সেল গঠন করতে হবে। এই সেলে একাধিক হটলাইনের মাধ্যমে সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা দরবার ও মাজারসমূহকে নিরাপত্তা সেবা প্রদান করতে হবে।

এমএসএম / জামান

গেন্ডারিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, জরিমানা ও মিটার জব্দ

‎তুরাগে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে আদালতে মামলা

বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান

৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক : স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার

গুলশান ও তেজগাঁও শিল্প এলাকায় রাজউকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান

নীল অর্থনীতির স্বপ্নভঙ্গ: বিশ্বব্যাংকের হাজার কোটি টাকা ফেরত, উপকূলবাসী বঞ্চিত—ব্যর্থতার দায় কার?

রাজধানীতে বাসে চড়তে হলে কাটতে হবে ই-টিকেট

চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হত্যার হুমকি ডিএমপিতে অভিযোগ

নিটোরে বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

এশিয়ান টিভির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জামায়াত–জমিয়ত ও মজলিস আমিরের আসনে প্রার্থী দেয়নি ইসলামী আন্দোলন

চলমান সংকট নিরসনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা তুলে ধরে নারায়ণগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত