ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বিভীষিকাময় ৪৫ দিন পর দেশে ফেরত এলেন চৌদ্দগ্রামের শাহীন


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৯-৯-২০২৪ বিকাল ৬:১৪

‘বিদেশের মাটিতে সাজা ও জেল। কঠোর নিরাপত্তাবেষ্টনীতে ৪৫ দিনের বন্দিজীবনে দেখা হয়নি স্বজনসহ কারো সাথে। দিন যতই গড়াচ্ছিল, স্ত্রী-সন্তানসহ পরিবারের চিন্তায় ঘুম হারাম হয়ে গিয়েছিল। বিদেশের কারাগার জীবনের বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি এখনো তাড়া করছে আমায়। ভেবেছিলাম জীবনে আর দেশে ফিরতে পারবো না, পরিবারের সাথে কখনো হবে না সাক্ষাৎ।

মহান আল্লাহর অশেষ রহমতে এবং দেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঐকান্তিক প্রচেষ্টায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সাধারণ ক্ষমার আওতায় দ্রত সময়ে সাজা মওকুফের পর গত শনিবার (৭ সেপ্টেম্বর) রাতের একটি ফ্লাইটে ক্ষমাপ্রাপ্ত ১১৪ জনের মধ্যে প্রথম ধাপে ৫৭ জনের সাথে দেশে ফিরে আসেন কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর সদরের লক্ষ্মীপুর গ্রামের আলী আহমেদের ছেলে মো. ফরিদ আহমেদ শাহীন।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এভাবেই বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কান্নাজড়িত কণ্ঠে আবেগঘন অনুভূতি সাংবাদিকদের কাছে প্রকাশ করছিলেন সদ্য দেশে ফেরত আসা শাহীন।

তিনি আরো জানান, গত প্রায় ২০ বছর ধরে আইন-কানুন মেনে বেশ সুনামের সাথে দুবাইয়ে ব্যবসা করে আসছি। চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে গত ১৮ জুলাই দুবাইয়ে থাকা প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। পরদিন ওই দেশের পুলিশ আন্দোলনরত বাঙালিদের গ্রেফতার করে দ্রুততম সময়ের মধ্যে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। এ খবর দুবাইসহ বাংলাদেশে ছড়িয়ে পড়লে সাজাপ্রাপ্তদের পরিবারসহ আত্মীয়স্বজনদের মধ্যে নানাবিধ শঙ্কা দেখা দেয়। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সফলতায় শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ২১ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। পরবর্তীতে বিদেশের মাটিতে আন্দোলনের ফলে সাজাপ্রাপ্তদের সাজা মওকুফের বিষয়ে ইউএই সরকারকে অনুরোধ করেন বাংলাদেশ সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, কূটনৈতিক প্রচেষ্টায় সরকারের এ অনুরোধে সাড়া দিয়ে ইউএই সরকার গত ৫ সেপ্টেম্বর আটকৃকত ১১৪ প্রবাসী বাঙালিকে বেকসুর খালাস দেয়। গত শনিবার (৭ সেপ্টেম্বর) প্রথম ধাপে আটককৃত ৫৭ জন প্রবাসী দেশে ফেরত আসেন। সরকারের পক্ষ থেকে দেশে ফেরত আসা প্রবাসীদের বিমানবন্দরে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা শেষে ফেরত আসা প্রবাসীরা আটকের ঘটনার বিস্তারিত তুলে ধরে মিডিয়ার সামনে কথা বলেন। পরে তারা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

T.A.S / জামান

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

‎ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নাটোরের সিংড়ায় পাওনা টাকার দাবিতে মানববন্ধন