ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নরসিংদীতে সভা না করেই ঢাকা ফিরেছেন সমন্বয়ক সারজিস


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৯-৯-২০২৪ রাত ১০:৩২
নরসিংদী সফর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। তবে আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে পূর্বনির্ধারিত মতবিনিময় সভার অনুষ্ঠানস্থলে যেতে পারেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। সেখানকার সমন্বয়কদের দুই গ্রুপের মধ্যে মতানৈক্য দেখা দেয়ায় সমাবেশ না করেই সারজিস ও তার সফরসঙ্গীরা ঢাকায় ফিরেছেন। এ নিয়ে নরসিংদীর ছাত্র-জনতার মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সমাবেশটি স্থগিত ঘোষণা করেন আয়োজকরা।
 
জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী নরসিংদী শহরের সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিকেলে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বস্তরের ছাত্র-জনতার সঙ্গে সভা হওয়ার কথা ছিল। কিন্তু নরসিংদীর সমন্বয়কদের মধ্যে এই সভার ভেন্যু নিয়ে মতপার্থক্যের সৃষ্টি হয়। এতে বিব্রত হন কেন্দ্রীয় সমন্বয়করা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তারা নরসিংদীতে অবস্থান করলেও শেষ পর্যন্ত এই সভাটি করা যায়নি। তবে নরসিংদী ছাড়ার আগে কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেন, আগামী ১০ দিনের মধ্যে যদি বিভাজন নিরসন হয়, তাহলে পরবর্তীতে এই সভা করা হবে।
 
এর আগে নরসিংদী ক্লাবে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত স্থানীয় সমন্বয়কদের সঙ্গে ঘরোয়া সভা এবং সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহীদ ও আহতদের পরিবারের লোকজনদের সঙ্গে স্বাক্ষাৎ করেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়। তবে এসব সভায় কোনো সংবাদকর্মীকে প্রবেশ করতে দেয়া হয়নি।
 
জানা যায়, সোমবার দুপুরের পর থেকেই ঘোষিত সমাবেশস্থল পৌর শহরের সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউট মাঠে শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বাড়তে থাকে। বিকেল ৪টা নাগাদ সেটি লোকে লোকারণ্য হয়ে ওঠে। সভাস্থলে উপস্থিত হওয়ার অনেকেই ক্ষুদ্ধ হয়ে বলেন, আমরা এই ভাদ্র মাসের প্রচণ্ড রোদ উপেক্ষা করে নরসিংদী জেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা উপস্থিত হয়েছি। কিন্তু বিকেলে পৌনে ৫টা পর্যন্ত অপেক্ষার পর আমরা জানলাম এ সভা বাতিল করা হয়েছে। এতে চরম হতাশ হয়েছি। এজন্য তীব্র অসন্তোষ প্রকাশ করেন তারা।

এমএসএম / জামান

সাতক্ষীরায় ট্রাক থামিয়ে চাঁদাবাজী, নেপথ্যে বাজার কমিটির সদস্য

নাঙ্গলকোটে গৃহবধুকে ধর্ষণের পর চুল কেটে দেয়ার অভিযোগে আটক-১

ভরা মাছসহ পাইকগাছায় চিংড়ি ঘের দখল করায় আদালতে মামলা

জয়পুরহাটে শহর জামায়াতের উদ্যোগে গণসংযোগ পক্ষ অনুষ্ঠিত

কাপাসিয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

মিরসরাইয়ে পশ্চিম মায়ানী কালামিয়া জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

ঝিনাইদহের আঃ রউফ ডিগ্রি কলেজের মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

কয়লা ব্যবসার নামে প্রতারণা ডিবির হাতে গ্রেপ্তার চোর চক্রের

খানসামায় ইপিজেড কর্মীকে ভুট্টা ক্ষেতে ধর্ষণের চেষ্টা

শাহজাদপুরে মাচাল পাতাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যু

ধামইরহাটে ওলামা সমাবেশ অনুষ্ঠিত

কাউখালীতে বাল্যবিবাহ পন্ড,ছেলের পিতা কারাগারে