ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

ভিন্নতা ছিল না সেদিনও


সাহিত্য ডেস্ক photo সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২৪ দুপুর ১১:৩৫

ভিন্নতা ছিল না সেদিনও

রেফায়েত উল্যাহ রুপক

পৃথিবীর যাপিত জীবনের অন্যসব দিনের মতোই ছিল সেদিন,
ভিন্নতা ছিল নাকো ভোরের।
কুয়াশা আবৃত শীতের সকাল যেভাবে কাটে,
যেভাবে ঘুম ভাঙ্গে পাখির কলতানে, 
সেদিনও ঠিক তেমনি ছিল,
ভিন্নতা ছিল না কোন কিছুর, তবুও কত ভিন্নতা বল?


হ্যামিলিনের বাঁশিওয়ালা এসেছিল হয়ত সেদিন,
নয়ত জগৎ বিখ্যাত কোন এক জাদুকর।
না হয় কেন ভিন্ন হবে সেদিন!
অন্যসব দিনের মতোই তো সূর্যাস্ত গেল,
মহাবিশ্বের সবকিছু তো প্রকৃতির শাশ্বত নিয়মেই হলো
তবু কেন ভিন্ন সেদিন?

সেদিনের সে শীতের রিক্ত সকালও কত জীবন্ত ছিল,
বর্ণিল, সুশোভিত মনে হয়েছিল পত্রহীন বৃক্ষও,
ঊষর মরুদ্যানও যেন সেদিন চিরসবুজ ছিল
সেদিনের মায়াহীন শীতও মনে হয়েছিল নব যৌবনা বসন্ত!

প্রকৃতির সাথে মানব হৃদয়ের কত মিল দেখো,
আবেগ অনুভূতির সুনিপুণ এক মিতালী যেন।
মনে হলো কোন এক নক্ষত্রের প্রস্থানে গগন আজ শোকে ভারাক্রান্ত,
বৃষ্টির ফোঁটায় ফোঁটায় যেন অব্যক্ত রোদনের সুর,
নিভৃতে নীরবে থেকে যাওয়া হৃদয়ের ক্ষরিত রক্তের স্রোত। 

🔹রেফায়েত উল্যাহ রুপক
কবি, সাংবাদিক ও শিক্ষার্থী, মনোবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এমএসএম / এমএসএম