মাগুরায় শিশুকে ধর্ষণকারী গ্রেফতার
মাগুরার মহাম্মদপুর উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে বিপ্লব নামে (১৩) নামে এক কিশোরের বিরুদ্ধে। তাকে আটক করেছে পুলিশ। বিপ্লব মহাম্মদপুরের বলিদিয়া ইউনিয়নের যশপুর গ্রামের মনিরুল সরদারের ছেলে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে যশপুর মাছপাড়া এলাকায়।
মেয়ের চাচা জানান, আমার ভাতিজি স্কুলের শিশু শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার দুপুরে বিপ্লব নামের একটি ছেলে ওই শিশুকে ফুসলে বাড়িতে নিয়ে জোর করে ধর্ষণ করে। পরে শিশুটির ডাক-চিৎকারে স্থানীয় লোকজন সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
ওই সময় শিশুটির মা-বাবা এসে তাকে মহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আশঙ্কাজন দেখালে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে মহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার সত্যতা পায় পুুিলশ।
এ বিষয়ে মহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাশ মণ্ডল বলেন, পুলিশ প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার গভীর রাতে মহাম্মদপুর উপজেলা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান