ঢাকা সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

কিডনি ফাউন্ডেশন সিলেটে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে ব্র্যাক ব্যাংকের সহায়তা


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১৭-৯-২০২৪ রাত ৯:৬

 কিডনি ফাউন্ডেশন সিলেট-এর নতুন ভবনে একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে অর্থ সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই সহায়তা স্বাস্থ্যসেবা খাতে অবদান রাখতে ব্যাংকটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
এই উদ্যোগটি স্বাস্থ্য খাতে নেওয়া ব্র্যাক ব্যাংকের অনন্য ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ “ব্র্যাক ব্যাংক অপরাজেয় আমি”-এর অধীনে নেওয়া হয়েছে, যার লক্ষ্য হলো সারা বাংলাদেশে দরিদ্র মানুষদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। 
নতুন উদ্বোধন হওয়া কিডনি ফাউন্ডেশন সিলেটে রোগীদের জীবন রক্ষাকারী কিডনি ডায়ালাইসিস সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যাকের ভিশনারি প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের নামে একটি ফ্লোরের নামকরণ করা হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে সহায়তার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্যাংকটি সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে ডায়ালাইসিস সেবা প্রদানের লক্ষ্যে “স্যার আবেদ কিডনি ডায়ালাইসিস ফান্ড”-এও অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। 
৫ সেপ্টেম্বর ২০২৪ ফাউন্ডেশনে আয়োজিত চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান।
এই উদ্যোগের বিষয়ে মেহেরিয়ার এম. হাসান বলেন, “ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ উদ্যোগে অবদান রাখতে পেরে আমরা সত্যিই অনেক সম্মানিত বোধ করছি। এই উদ্যোগটি সেবা ও সহমর্মিতার ব্যাপারে স্যার ফজলে হাসান আবেদের চেতনাকেও সমুন্নত করে। আমরা বিশ্বাস করি, রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতে অক্সিজেন প্ল্যান্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্যার আবেদ কিডনি ডায়ালাইসিস ফান্ডের মাধ্যমে আমরা আর্থিকভাবে সুবিধাবঞ্চিত মানুষদের স্বাস্থ্যসেবার ব্যয় লাঘব করতে চাই। ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আমি’ উদ্যোগের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো সমাজের মানুষের কল্যাণ সাধিত করা। এভাবে সমাজে সুস্বাস্থ্য এবং ন্যায্যতা নিশ্চিতে আমরা সহায়তা করে যাবো।” 
চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, হেড অব কমিউনিকেশন ইকরাম কবীর এবং কিডনি ফাউন্ডেশন সিলেটের সেক্রেটারি জেনারেল কর্নেল মোহাম্মদ আবদুস সালাম (অব.) বিপি।
অক্সিজেন প্ল্যান্ট এবং স্যার আবেদ কিডনি ডায়ালাইসিস ফান্ডে ব্র্যাক ব্যাংকের সহায়তা অন্তর্ভুক্তি এবং সামাজিক দায়বদ্ধতায় ব্যাংকটির মূল্যবোধকে প্রতিফলিত করে। “ব্র্যাক ব্যাংক অপরাজেয় আমি” উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক স্বাস্থ্য খাতে দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টিতে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

এমএসএম / এমএসএম

ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৬ সালের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫১তম পর্ষদ সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’ অনুষ্ঠিত

মানোন্নয়নের পাশাপাশি উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় ঃভাইস-চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র উদ্যোগে ব্যামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

ডিবিএইচ ফাইন্যান্সের বগুড়া শাখার উদ্বোধন

ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার্স কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

এনসিসি ইসলামিক ব্যাংকিং ফেনী শাখার শুভ উদ্বোধন

কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত

২য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা বেড়ে ৩৬৩.৩৪ কোটি টাকা

গ্রাহকদের নাগালে স্বাস্থ্যসেবা নিয়ে আসতে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব