মৃত্যু গ্রাহকের স্বাক্ষর জাল করে বীমা কোম্পানির প্রতারণা
লক্ষ্মীপুরের রায়পুরে ফারিস্ট ইসলামী লাইফ ইনসুরেন্স কোম্পানি লিঃ মৃত্যুের ১৩ মাস পর গ্রাহক আবুল খায়ের তার পলিসি নং ১৫০০০১০৩৫১, নমিনি তার বিধবা স্ত্রী লিপি আক্তারকে মৃত্যুদাবীর টাকা না দিয়ে আবুল খায়েরের স্বাক্ষর জাল করে প্রতারণার অভিযোগ উঠেছে দায়িত্বরত রায়পুর জোনাল অফিস ব্রাঞ্চ কো- অর্ডিনেটর শাহীনুর বেগম ও জেলার সাবেক ডিজিএম আব্দুল কুদ্দুস এবং মাঠকর্মী সালেহ আহমেদ এর বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে ভুক্তভোগী পরিবারের লিপি আক্তার কেঁদে কেঁদে গণমাধ্যমে বলেন, আমার স্বামী সৌদি প্রবাসে থাকত, সে জীবিত থাকতে ফারিস্ট ইসলামী লাইফ ইনসুরেন্সে একটা বীমা করে। বীমার মেয়াদ শেষ হওয়ার পরে আমার স্বামী জীবিত থাকতেই বীমার সে টাকা উঠানোর জন্য আবেদন করে কিন্তু মাঠকর্মী সালেহ আহমেদ, রায়পুর জোনাল অফিস ব্রাঞ্চ কো- অর্ডিনেটর শাহীনুর বেগম, লক্ষ্মীপুর জেলার সাবেক ডিজিএম আঃ কুদ্দুস তারা বছরের পর বছর বীমার টাকা না দিয়ে নয়ছয় বলে ঘুরাচ্ছে। হঠাৎই আমার স্বামী মারা যায়, তখন আমি মৃত্যুদাবীর টাকা চেয়ে অফিসে বারবার যাই। কিন্তু মাটকর্মী সালেহ আহমেদ, রায়পুর জোনাল অফিস ব্রাঞ্চ কো- অর্ডিনেটর শাহীনুর বেগম, লক্ষ্মীপুর জেলার সাবেক ডিজিএম আব্দুল কুদ্দুস আমাকে ভুলবাল বুঝিয়ে আমার স্বামীর মৃত্যুর ১৩ মাস পর তার স্বাক্ষর জাল করে আমার নামে একটা এফডিআর করে যার নং ৫০০০০০৫৩৮০ বলেন দুই বছর পর টাকা পাবেন। আমি কোন এফডিআর চাই না৷ আমি আমার মৃত্যু স্বামীর মৃত্যুদাবীর টাকা চাচ্ছি। আমি আমার স্বামীর জমাকৃত পুরো টাকাটা ফেরত চাই। আমার স্বামী নেই আমি এখন খুব অসহায়। আমি টাকা পেতে তাদের কাছে অনেক অনুনয় বিনয় করেছি কিন্তু তারা টাকা না দিয়ে আমাকে অফিসে অফিসে অনেক ঘুরিয়েছে। আমি আমার মৃত্যু স্বামীর বীমার পুরো টাকা ফেরত চাই বলে হাউমাউ করে কেঁদে দেন ভুক্তভোগী লিপি আক্তার।
অভিযোগের সত্যতা স্বীকার করে মাটকর্মী সালেহ আহমেদ বলেন, "আমাদের উর্ধতন কয়েকজন সরকারী কর্মকর্তা কয়েকশত কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের বিরুদ্ধে এখনো মামলা চলমান রয়েছে। সেজন্য বীমার মেয়াদ শেষ হওয়ার ৪ থেকে ৫ বছর ঘুরেও অনেকেই টাকা পাচ্ছে না। তাই লিপিকে আব্দুল কুদ্দুস ডিজিএম স্যার ও শাহীনুর বেগম (রায়পুর জোনাল অফিস ব্রাঞ্চ কো- অর্ডিনেটর ), পরামর্শ অনুযায়ী মৃত্যু গ্রাহক আবুল খায়েরের জাল স্বাক্ষর করা হয় এবং লিপিকে দিয়ে তার নামে একটা এফডিআর করিয়েছি। আপনারা এটার পিছনে আর হাঁইটেননা। আমরা লিপিকে দ্রুত টাকা দেওয়ার ব্যাবস্থা করবো। "
অভিযোগের বিষয়ে রায়পুর জোনাল অফিস ব্রাঞ্চ কো- অর্ডিনেটর শাহীনুর বেগম কোন প্রশ্নের সদুত্তর না দিয়ে সকল প্রশ্নের উত্তর এড়িয়ে মুঠোফোনে বলেন, আমি কিছু জানিনা সালেহ আহমেদ ও জেলার ব্রাঞ্চ ডিজিএম আঃ কুদ্দুস সাহেব জানে আপনারা তার কাছে লিপিকে নিয়ে যান। মামলা করেন, দেশের সকল পত্রিকায় নিউজ করে যা করতে পারেন, করেন। "
অভিযুক্ত আব্দুল কুদ্দুস তার উপর আনীত অভিযোগ জাল স্বাক্ষরের সত্যতা স্বীকার করে বলেন, আমি জানি জাল স্বাক্ষর আইনত অপরাধ তবু আমিই সালেহ আহমেদ কে জাল স্বাক্ষরের বিষয়ে পরামর্শ দিয়েছি, যাতে গ্রাহক টাকাটা পায়। সবকিছুর জন্য দায়ী সালেহ আহমেদ। আমি তো গ্রাহককে ভালো করে চিনিও না। "
অভিযোগের বিষয়ে বর্তমান জেলা ইনচার্জ সায়েফ উল্ল্যাহ বলেন, জাল স্বাক্ষর করে প্রতারণা করাটা আইনগত গুরুতর অপরাধ। এটার জন্য আমি দুঃখিত তবে কেন এমনটা করেছে আমি একটু জেনে নেই। অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান মুঠোফোনে বলেন, স্বাক্ষর জাল করে প্রতারণা করা এটা অত্যান্ত দুঃখজনক। ভুক্তভোগীকে একটা অভিযোগ দিতে বলেন, আমি অভিযোগ দেখে আইনগত ব্যবস্থা নিব। "
T.A.S / T.A.S
চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ
সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ
চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়
জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি
কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার
মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ
পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত
বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ
তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি
বড়লেখায় র্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার
জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা