ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামে ভুক্তভোগীরাই মামলার আসামি, ফের হামলায় আদালতে মামলা


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৯-৯-২০২৪ দুপুর ৪:১৬

চট্টগ্রামের কর্ণফুলীতে মদ খেয়ে মাতাল অবস্থায় প্রতিবেশীর বাড়িতে মহিলাদের সাথে নোংরামি করতে গিয়ে এলাকাবাসীর হাতে পিটুনি খেয়ে উল্টো ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মামলা করার অভিযোগ ওঠেছে। ফের সেই মামলার বাদীসহ আরও ২জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। 

জানা যায়, ১৫ সেপ্টেম্বর রাতে মো: জাহাঙ্গীর আলম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার আসামিরা হলেন,মো: ইব্রাহিম (৩৩) মো: ইদ্রিস (৩৫)মো: ইসহাক (২৮)  মো: ডলু মিয়া (৩১) ও সাহাব উদ্দিন (২৬)। এই মামলার ৪৮ঘণ্টা না যেতেই ১৮ সেপ্টেম্বর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলার আসামি মো: ইব্রাহিমের (স্ত্রী) রীমা আক্তার (২৩) বাদী হয়ে ওই মামলার বাদীসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার আসামিরা হলেন, মো: মোজাম্মেল (২৪) মো: জাহাঙ্গীর আলম (৫৫) ও মো: মুসা (২৭)।

ভুক্তভোগী পরিবার জানান, অভিযুক্ত জাহাঙ্গীর এলাকার প্রভাবশালী ব্যক্তি,সে প্রায় সময় বহিরাগত লোক নিয়ে তার মালিকানাধীন ভাড়া বাসার ছাদে বসে মদপান করে এবং বিভিন্ন সময় এলাকায় মাতলামি করে থাকে,ঘটনারদিন ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার সময় অভিযুক্ত জাহাঙ্গীর মদপান করে প্রতিবেশী ইব্রাহিমের বাড়িতে গিয়ে ভাবি ভাবি বলে দরজা ধাক্কাতে থাকেন এক পর্যায়ে বাড়িতে ইব্রাহিম না থাকায় তার স্ত্রী দরজা খুলতেই জাহাঙ্গীর সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে চলে আসে,ইব্রাহিমের স্ত্রী জাহাঙ্গীর নেশাগ্রস্ত সেটা বুঝার সাথে সাথে রুমের ভিতর চলে যেতে চাইলে জাহাঙ্গীর তার হাত ধরে টানাটানি শুরু করে এক পর্যায় তিনি চিৎকার করে উপরের ঘরে ওঠে গেলে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের'কে বাড়ির ভিতর থেকে জাহাঙ্গীর ও তার শ্যালক ইসমাইল'কে ধরে নিয়ে মারধর করে বলে জানান এলাকাবাসী,পরে ৯৯৯ কল দেয় পাশের এক প্রতিবেশী, দীর্ঘক্ষণেও পুলিশ ঘটনাস্থলে না আসায় জাহাঙ্গীরের ছেলে মোজাম্মেল ঘটনা স্থলে এসে আহত অবস্থায় জাহাঙ্গীর আলম'কে বাড়িতে নিয়ে যান।

এরই জের ধরে মোজাম্মেলের নেতৃত্বে বাদী ও তার স্বামী ইব্রাহিমের উপর হামলা করলে চিকিৎসা শেষে ১৮ সেপ্টেম্বর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রীমা আক্তার বাদী হয়ে ৩জনের বিরুদ্ধে মামলা করেন। এজাহারে সূত্রে জানা যায়,ঘটনার দিন সন্ধ্যায় আসামি মোজাম্মেল সেদিন বাদীর স্বামীর দোকানের সামনে দারিয়ে মাদক বিক্রি করতেছিলেন পরে,ইব্রাহিম তাদের দোকানের সামনে থেকে চলে যেতে বললে মোজাম্মেল ইব্রাহিম অকথ্য ভাষায় গালাগাল করেন,পরে ইব্রাহিম দোকান বন্ধ করে দিয়ে বাড়িতে চলে গেলে সেখানে লাঠি হাতে মোজাম্মেলের নেতৃত্বে ইব্রাহিমের উপর হামলা করে,পরে ইব্রাহিমের স্ত্রী তার স্বামীকে বাচানোর চেষ্টা করলে তার শ্লীলতাহানির চেষ্টা করা হয়,এবং বাদী'কে মারধর করা হয়, মারধর শেষে বাদী ও বাদীর পরিবার'কে হত্যার হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়,পরে স্থানীয়দের সহায়তায়  আহতদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। 

বিষয়ে জাহাঙ্গীর আলম জানান,সব অভিযোগ মিথ্যা,একালার কিছু মানুষ আমার সম্মানহানি করার আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্রমূলক কথা বলাচ্ছে। এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান,জাহাঙ্গীর আলমের মেডিকেল রিপোর্ট দেখে মামলাটি হয়েছে,এখন আমরা তদন্ত করে যদি পাই, সে মিথ্যার আশ্রয় নিয়ে মামলা করেছে তাহলে তার বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে।

T.A.S / T.A.S

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা