ঢাকা মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামে ভুক্তভোগীরাই মামলার আসামি, ফের হামলায় আদালতে মামলা


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৯-৯-২০২৪ দুপুর ৪:১৬

চট্টগ্রামের কর্ণফুলীতে মদ খেয়ে মাতাল অবস্থায় প্রতিবেশীর বাড়িতে মহিলাদের সাথে নোংরামি করতে গিয়ে এলাকাবাসীর হাতে পিটুনি খেয়ে উল্টো ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মামলা করার অভিযোগ ওঠেছে। ফের সেই মামলার বাদীসহ আরও ২জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। 

জানা যায়, ১৫ সেপ্টেম্বর রাতে মো: জাহাঙ্গীর আলম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার আসামিরা হলেন,মো: ইব্রাহিম (৩৩) মো: ইদ্রিস (৩৫)মো: ইসহাক (২৮)  মো: ডলু মিয়া (৩১) ও সাহাব উদ্দিন (২৬)। এই মামলার ৪৮ঘণ্টা না যেতেই ১৮ সেপ্টেম্বর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলার আসামি মো: ইব্রাহিমের (স্ত্রী) রীমা আক্তার (২৩) বাদী হয়ে ওই মামলার বাদীসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার আসামিরা হলেন, মো: মোজাম্মেল (২৪) মো: জাহাঙ্গীর আলম (৫৫) ও মো: মুসা (২৭)।

ভুক্তভোগী পরিবার জানান, অভিযুক্ত জাহাঙ্গীর এলাকার প্রভাবশালী ব্যক্তি,সে প্রায় সময় বহিরাগত লোক নিয়ে তার মালিকানাধীন ভাড়া বাসার ছাদে বসে মদপান করে এবং বিভিন্ন সময় এলাকায় মাতলামি করে থাকে,ঘটনারদিন ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার সময় অভিযুক্ত জাহাঙ্গীর মদপান করে প্রতিবেশী ইব্রাহিমের বাড়িতে গিয়ে ভাবি ভাবি বলে দরজা ধাক্কাতে থাকেন এক পর্যায়ে বাড়িতে ইব্রাহিম না থাকায় তার স্ত্রী দরজা খুলতেই জাহাঙ্গীর সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে চলে আসে,ইব্রাহিমের স্ত্রী জাহাঙ্গীর নেশাগ্রস্ত সেটা বুঝার সাথে সাথে রুমের ভিতর চলে যেতে চাইলে জাহাঙ্গীর তার হাত ধরে টানাটানি শুরু করে এক পর্যায় তিনি চিৎকার করে উপরের ঘরে ওঠে গেলে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের'কে বাড়ির ভিতর থেকে জাহাঙ্গীর ও তার শ্যালক ইসমাইল'কে ধরে নিয়ে মারধর করে বলে জানান এলাকাবাসী,পরে ৯৯৯ কল দেয় পাশের এক প্রতিবেশী, দীর্ঘক্ষণেও পুলিশ ঘটনাস্থলে না আসায় জাহাঙ্গীরের ছেলে মোজাম্মেল ঘটনা স্থলে এসে আহত অবস্থায় জাহাঙ্গীর আলম'কে বাড়িতে নিয়ে যান।

এরই জের ধরে মোজাম্মেলের নেতৃত্বে বাদী ও তার স্বামী ইব্রাহিমের উপর হামলা করলে চিকিৎসা শেষে ১৮ সেপ্টেম্বর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রীমা আক্তার বাদী হয়ে ৩জনের বিরুদ্ধে মামলা করেন। এজাহারে সূত্রে জানা যায়,ঘটনার দিন সন্ধ্যায় আসামি মোজাম্মেল সেদিন বাদীর স্বামীর দোকানের সামনে দারিয়ে মাদক বিক্রি করতেছিলেন পরে,ইব্রাহিম তাদের দোকানের সামনে থেকে চলে যেতে বললে মোজাম্মেল ইব্রাহিম অকথ্য ভাষায় গালাগাল করেন,পরে ইব্রাহিম দোকান বন্ধ করে দিয়ে বাড়িতে চলে গেলে সেখানে লাঠি হাতে মোজাম্মেলের নেতৃত্বে ইব্রাহিমের উপর হামলা করে,পরে ইব্রাহিমের স্ত্রী তার স্বামীকে বাচানোর চেষ্টা করলে তার শ্লীলতাহানির চেষ্টা করা হয়,এবং বাদী'কে মারধর করা হয়, মারধর শেষে বাদী ও বাদীর পরিবার'কে হত্যার হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়,পরে স্থানীয়দের সহায়তায়  আহতদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। 

বিষয়ে জাহাঙ্গীর আলম জানান,সব অভিযোগ মিথ্যা,একালার কিছু মানুষ আমার সম্মানহানি করার আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্রমূলক কথা বলাচ্ছে। এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান,জাহাঙ্গীর আলমের মেডিকেল রিপোর্ট দেখে মামলাটি হয়েছে,এখন আমরা তদন্ত করে যদি পাই, সে মিথ্যার আশ্রয় নিয়ে মামলা করেছে তাহলে তার বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে।

T.A.S / T.A.S

দেশের বর্তমান স্বাস্থ্যখাত মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছেঃ আফাজ উদ্দিন

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন, বিএনপি নেতা আফাজ উদ্দিন

বিতর্কিতদের নিয়ে ডিইএব'র নতুন কমিটি, রাখা হয়নি বঞ্চিতদের  

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের দুর্নীতির বিষবৃক্ষ: ধ্বংসের দ্বারপ্রান্তে গাজীপুর

মদ বিক্রি না করায় জাবান হোটেলে ভাংচুরসহ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাংবাদিক আনিছ লিমনকে ধরে নিয়ে হাত-পা ভেঙে দেয়ার হুমকি

জমকালো আয়োজনে দিয়ামনি ই-কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ: প্রফেসর ড. কুদরত এ খোদা

রাজনৈতিক ইতিহাস নিয়ে সৈয়দা ফাতেমা সালামের ‘রক্তাক্ত জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন

দায়মুক্তির নামে বিমানকে বেহাল করার অভিযোগ পরিচালকের বিরুদ্ধে

সেক্টরবাসীর নিরাপত্তা ও শৃঙ্খলা বিবেচনায় ঝুঁকিপূর্ণ তার নিয়ে ১২ নং সেক্টরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষার তথ্য সেবাকেন্দ্র চালু করলো ছাত্রদল

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার রোডম্যপের আগে নির্বাচনী রোডম্যপ জুলাই যোদ্ধাদের সাথে তামাশার শামিল- আনোয়ার হোসেন