ঢাকা শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

মজার প্রাইমারি স্কুল


সাহিত্য ডেস্ক photo সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ২১-৯-২০২৪ দুপুর ২:২৬

মজার প্রাইমারি স্কুল

কামরুন নাহার

আমরা যারা ক্লাস নিই শিশুদের সাথে 
প্রায়শই শেখাতে হয় কলমে ও হাতে! 
অ,আ,A,B,C এক, দুই তিন 
এ ভাবেতেই কেটে যায় বছর মাস দিন।

যোগ, বিয়োগ, গুন ভাগ 
গণিত শেখার ভীতি! 
আনন্দে শিখন পাক 
খেলার ছলে শিখছে শিশু 
বাড়ছে স্কুল গমন প্রীতি।

পড়তে গেলে বিজ্ঞান 
হয়না শিশু অজ্ঞান! 
মজার পাঠে ওরা মত্ত

আমাদের প্রাইমারি স্কুল 
আনন্দের এক রঙীন ফুল..।

এমএসএম / এমএসএম