ঢাকা মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

তৃণমূল নেতা কর্মীদের কাছে আস্থার সংকটে ইসলামী ফ্রন্টের মতিন-সামাদ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২২-৯-২০২৪ বিকাল ৭:২৪

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন ও মহাসচিব স.উ ম আব্দুস সামাদ তৃণমূল নেতা কর্মীদের কাছে দিন দিন গ্রহণ যোগ্যতা হারিয়ে আস্থার সংকটে ভূগছে। গত সাড়ে ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকারের সাথে সখ্যতা রেখে রাজনীতি এবং মাঠ পর্যায়ে জোরালো কোন কর্মসূচি না থাকায় মাঠ পর্যায়ে সাংগঠনিক কর্মকান্ড ঝিমিয়ে পড়েছে।

২০১৪ সালে মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকান্ডের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি দিয়ে নতুনভাবে আলোচনায় আসলেও সাংগঠনিক দুর্বলতা এবং আওয়ামী লীগ সরকারের সাথে কিছু নেতার সখ্যাতা থাকায় পরবর্তীতে আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি বলে তৃণমূল নেতা কর্মীদের অভিমত। গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ইসলামী ফ্রন্টের শীর্ষ নেতারা জামানত হারান। উক্ত নির্বাচনে তৃণমূল নেতা কর্মীদের সাথে আর্থিক লেনদেনের বিষয়টিও পরিস্কার করা হয়নি।

বর্তমান সময়ে এসে বিএনপি- জামায়াত বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে বিভিন্ন ইস্যু নিয়ে কাজে লাগানোর চেষ্টা করা হলে এতে তৃলমূল নেতা কর্মীরা সাড়া দিচ্ছে না এবং গত ৫ আগস্ট শেখ হাসিনা পতনের আগে ছাত্র জনতার আন্দোলনের সময় ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয়ভাবে কোন দিক নির্দেশনা ছিল না। নীতি নির্ধারনী পর্যায়ে দলীয় সিদ্ধান্ত নিতে ভুল করায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাজনৈতিক ভবিষ্যত গন্তব্যহীন। গত ২০২২ সালে ৩ সেপ্টেম্বর বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জাতীয় কাউন্সিলে সারাদেশ থেকে আসা প্রতিনিধিদের উপস্থিতিতে মাওলানা এম এ মতিন চেয়ারম্যান ও স উ ম আবদুস সামাদ মহাসচিব নির্বাচিত করেন।

রাজধানী ঢাকার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় তৎকালিন চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব মাওলানা এম এ মতিন। পীর সৈয়দ শহীদ উদ্দীন আল হাসানী আল মাইজভান্ডারী, সৈয়দ মসিহুদ্দৌলা, ড. আল্লামা আফজাল হোসাইন, আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী হারুন, অধ্যক্ষ আহমদ হোসাইন আলকাদেরী, শাইখ আবু সুফিয়ান খান আবেদী আলকাদেরী, অধ্যক্ষ আবু জাফর মুঈনুদ্দীন, সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী, শাইখুল হাদীস হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী, মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রেজভী, কাজী সোলাইমান চৌধুরী, কাজী জসিম উদ্দিন সিদ্দিকী, কাজী মুহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল, মুফতি মাহমুদুল হাসান আলকাদেরী, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক জালাল উদ্দীন আল আজহারী, সৈয়দ মুহাম্মদ হোসেন, গোলামুর রহমান আশরাফ শাহ্ধসঢ়;, অধ্যক্ষ মুহাম্মদ তৈয়ব আলী, মাওলানা রেজাউল করীম তালুকদার, ইঞ্জিনিয়ার নুর হোসেন, অধ্যাপক মনসুর দৌলতী, গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, মাসুম বিল্লাহ মিয়াজী, মাওলানা এম এ মান্নান, মাওলানা মন্ধসঢ়;জুর আলম, অধ্যক্ষ সালাহ উদ্দিন মোহাম্মদ খালেদ, মাওলানা ওবায়দুল্লাহ কদম রসুলি, মাওলানা মুহাম্মদ আবদুল নবী, মোহাম্মদ আশরাফ শাহ্ধসঢ়;, অধ্যাপক নুরুল আলম, জাহিদুল ইসলাম, এম এ মুস্তফা হেজাজী, মাওলানা মুহিত হাসানী, অধ্যাপক শহীদুল ইসলাম, মাওলানা জালাল উদ্দীন আহমদ আঁখঞ্জী, মাওলানা সোলাইমান খান রাব্বানী, সাইফুদ্দিন আহমদ, অধ্যক্ষ গোলাম সরওয়ার, অধ্যক্ষ জালাল উদ্দীন আলকাদেরী, অধ্যাপক রিদওয়ান আশরাফী, মুফতি হাফেজ গোলাম কিবরীয়া, সৈয়দ হাসান আল আজহারী, আবদুল মোস্তফা রাহীম আল আজহারীসহ কেন্দ্রীয় এবং জেলার নেতারা বক্তব্য রাখেন।

গত বছর ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিনের নিজ এলাকা আনোয়ারা উপজেলায় ইসলামী ফ্রন্টের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি সিনিয়র নেতাদরে হস্তক্ষেপে সমাধান করার কথা থাকলেও পরবতী বিষয়টি মিডিয়ায় প্রকাশ হয়নি। গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ইসলামী ফ্রন্ট দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা দিলেও পরে তা প্রত্যাহার করে আওয়ামী লীগের সাথে সমঝোতার চেষ্টা করেন। এরপর থেকে তৃমূল নেতা কর্মীদের সাথে দিনদিন দুরুত্ব সৃষ্টি হতে থাকে। সুন্নি মতাদর্শর তিনটি সংগঠনকে একভুতকরণের জন্য তৃণমূল নেতা কর্মীদের গণদাবি উঠেছে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহকারী দপ্তর সচিব এডভোকেট ফরিদুল ইসলাম বলেন, সুন্নি ভিত্তিক রাজনৈতিক দলগুলোকে একত্রিত করণের জন্য একটি লেয়াজু কমিটি গঠন করা হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধ করে মাঠ পর্যায়ে কর্মসূচি দেয়ার পরিকল্পনা আছে।

দেশে বর্তমান চলমান অরাজকতা ধমীয় প্রতিষ্ঠানে হামলা এখন আমাদের ঘরে বসে থাকার সুযোগ নেই সবাইকে সাথে নিয়ে আমরা প্রতিবাদ কর্মসূচি দিয়ে মাঠ পর্যায়ে ঝাঁপিয়ে পড়ব। এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম মেম্বার এস এম সোলায়মান ফরিদ বলেন, সমমনা ইসলামী দলগুলোকে নিয়ে একটি জোট করার পরিকল্পনা হাতে রয়েছে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশসহ কয়েকটি দল নিয়ে মাঠ গোঁছানোর চেষ্ঠায় আছি। জোটের চেয়ারম্যান মহাসচিব কে হবে সেটা জোটগতভাবে সিদ্ধান্ত হবে, তবে আমাদের নেতা কর্মীদের সাথে সিনিয়র নেতাদের মধ্যে কোন ধরণের দুরুত্ব নেই। এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন বলেন, আমরা ইসলামী রাজনীতি করি কেউ পদ পদবীর জন্য রাজনীতি করে না। দলীয় তৃণমূল নেতা কর্মীরা হচ্ছে আমাদের প্রাণ শক্তি, সব সময় তৃণমূল নেতা কর্মীদের মতামতকে প্রধান্য দিয়ে আমরা সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করি। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃত্বে দেশে বৃহত্তর একটি ইসলামী দলগুলোকে নিয়ে রাজনৈতিক জোট হবে। জোট গঠন করার পর মাঠ পর্যায়ে কর্মসূচি শুরু করব। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কখনো আওয়ামী লীগের জোটে ছিল না, গত ১৫ বছরে আমরাও বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছি।

T.A.S / T.A.S

প্রধান প্রকৌশলী ( এলজিইডি)'র দায়িত্ব পেলেন- আনোয়ার হোসেন

বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মশক নিধন কর্মসূচি পালিত

দেশের বর্তমান স্বাস্থ্যখাত মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছেঃ আফাজ উদ্দিন

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন, বিএনপি নেতা আফাজ উদ্দিন

বিতর্কিতদের নিয়ে ডিইএব'র নতুন কমিটি, রাখা হয়নি বঞ্চিতদের  

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের দুর্নীতির বিষবৃক্ষ: ধ্বংসের দ্বারপ্রান্তে গাজীপুর

মদ বিক্রি না করায় জাবান হোটেলে ভাংচুরসহ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাংবাদিক আনিছ লিমনকে ধরে নিয়ে হাত-পা ভেঙে দেয়ার হুমকি

জমকালো আয়োজনে দিয়ামনি ই-কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ: প্রফেসর ড. কুদরত এ খোদা

রাজনৈতিক ইতিহাস নিয়ে সৈয়দা ফাতেমা সালামের ‘রক্তাক্ত জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন

দায়মুক্তির নামে বিমানকে বেহাল করার অভিযোগ পরিচালকের বিরুদ্ধে

সেক্টরবাসীর নিরাপত্তা ও শৃঙ্খলা বিবেচনায় ঝুঁকিপূর্ণ তার নিয়ে ১২ নং সেক্টরের মতবিনিময় সভা অনুষ্ঠিত