ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামে জাপার ব্যারিস্টার আনিস-সোলায়মান শেঠসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধ হত্যা মামলা


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৩-৯-২০২৪ বিকাল ৬:৫৮

সাবেক পানিসম্পাদমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠসহ আওয়ামী লীগের একাধিক সাবেব এমপি-মন্ত্রীসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনসের সামনে মো. আলম নামে এক চাকরিজীবীকে হত্যার অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ ২২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। গত রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে নগরীর ডবলমুরিং থানায় মামলাটি করেন নিহতের ভাই জামাল উদ্দিন।

মামলার অন্য আসামিরা হলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, এমএ লতিফ, মো. দিদারুল আলম দিদার, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, আব্দুল্লাহ আল মামুন, সাবেক কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, মোবারক, তৌফিক আহম্মদ চৌধুরী, জাফর আলম চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, আব্দুর সবুর লিটন, পুলক খাস্তগীর, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, এসরারুল হক ও জহুর লাল হাজারীসহ অনেকে। এছাড়া বাকি আসামিরা সবাই নগর ও জেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।  

মামলার বিষয়টি ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি বলেন, মো. আলম হত্যার ঘটনায় থানায় ২২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। গত ৫ আগস্ট বিকেলে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের সামনে আনন্দ মিছিল বের করা হয়। বিপরীতে কিছু দুষ্কৃতকারী অস্ত্রসস্ত্র নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় হামলা, ভাংচুর, গুলি ও অগ্নিসংযোগ করে। মসজিদ থেকে নামাজ শেষে বাসায় ফেরার পথে হঠাৎ দুষ্কৃতিকারীদের  ছোড়া গুলি লাগে ভিকটিম মো. আলমের মাথায়। পরে মো. আলমকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু ও মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি নজরুল ইসলাম বলেন, সিনিয়র নেতাদের বিরুদ্ধে মামলা হওয়া খুব দুঃখজনক, বিষয়টি পার্টির পক্ষ থেকে সরকারের সাথে আলাপ আলোচনা চলছে, সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্ঠার সাথে আমাদের পাটির চেয়ারম্যানের বৈঠক হয়েছে। বৈঠক জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান। মামলাগুলা মূলত হয়রানিমূলক বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আ জ ম অলি উল্লাহ মাসুদ বলেন, জাতীয় পার্টি শুরু থেকে ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ছিল, ছাত্র জনতার আন্দোলনের পক্ষে পার্টির চেয়ারম্যান সংসদে বক্তব্য দিয়েছে, আমাদের ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজকে আন্দোলনে পক্ষে থাকার নির্দেশ দিয়েছে এবং তাদের সব ধরণের সহযোগিতা করার কথা বলেছে পার্টির চেয়ারম্যানের কথামত সারা দেশে নেতা কর্মীরা যার যার অবস্থান থেকে স্বক্রিয় ছিল। জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য বিএনপির অতি উৎসাহী কিছু নেতা মামলায় আমাদের নেতাকর্মীদের আসামি করছে।

T.A.S / জামান

রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করছে ছাত্রদল

এম্বুল্যান্স মালিক ও চালকদের সম্মাননা প্রদান করলেন বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন

উত্তরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন

ঢাকা -১৯ আসনে বিএনপি দলীয় প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন পক্ষে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ

ফারইষ্ট লাইফের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ নানা ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজউক যান্ত্রিক সহকারী জাকির হোসেনের দুর্নীতি- অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হলেও কতৃপক্ষ নিরব

শিক্ষার্থীদের দাবি পূরণে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বিমানবন্দরে অগ্নিকাণ্ড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে

সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে: জাতীয় সংলাপে আল্লামা এম এ মতিন

উত্তরার মালেকাবানু বিদ্যালয়ের শিক্ষার্থীদের এস এম জাহাঙ্গীরের ছাতা উপহার

আফাজ উদ্দিনের তত্ত্বাবধানে উত্তরায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনীতে জনতার ঢল

কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের সাঁড়াশি অভিযান