শ্রীমঙ্গলে নিবন্ধনের ২৮ দিন পেরিয়ে গেলেও করোনার টিকা নেয়ার খবর আসেনি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনার টিকার নিবন্ধনের ২৮ দিন পেরিয়ে গেলেও এখনো টিকা নেয়ার খবর আসেনি অনেকের। তবে টিকা দেয়ার সক্ষমতা না থাকায় সবাইকে ডাকা যাচ্ছে না বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২৫ বছর বয়স ও তার বেশি গড়ে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার মানুষ সুরক্ষা অ্যাপস থেকে টিকার জন্য নিবন্ধন সম্পন্ন করছেন। এর বিপরীতে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গড়ে ৬০০ থেকে ১০০০ মানুষকে টিকা দেয়া হচ্ছে। ফলে প্রতিদিন এক থেকে দেড় হাজার নিবন্ধিত টিকাপ্রত্যাশী মানুষের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুযায়ী শ্রীমঙ্গল উপজেলায় এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিতে ২৭ আগস্ট পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিবন্ধন সম্পন্ন করে অপেক্ষমাণ রয়েছেন।
উপজেলার উত্তর ভাড়াউড়া নিবাসী গৃহিণী শারমিন আক্তার বলেন, গত ৩০ জুলাই সুরক্ষা অ্যাপস থেকে নিবন্ধন করে প্রথম ডোজ টিকার জন্য অপেক্ষা করলেও আজো টিকা নেয়ার জন্য কোনো খবর আসেনি।
শহরের শ্যামলী আবাসিক এলাকার চাকরিজীবী আব্দুস সামাদ। তিনি গত ২৯ জুলাই নিবন্ধন করেন। প্রায় এক মাস অপেক্ষা শেষে টিকার প্রথম ডোজের খবর পেয়েছেন ২৫ আগস্ট রাতে। নিবন্ধনের অনুপাতে টিকা দেয়ার হার কম থাকায় বিপুলসংখ্যক মানুষ টিকার জন্য অপেক্ষায় রয়েছেন।
এ পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে টিকার বুথ ও কেন্দ্র বাড়ানোর চিন্তাভাবনা করছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে এতে বুথ পরিচালনায় দক্ষ জনবল ও সংক্রমণ ছড়ানোর ঝুঁকির বিষয়টি বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী সকালের সময়কেকে জানিয়েছেন, টিকাপ্রত্যাশী বিপুলসংখ্যক মানুষ নিবন্ধন সম্পন্ন করেছেন। কিন্তু টিকা দেয়ার সক্ষমতা কম থাকায় সবাইকে টিকা দেয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, সরবরাহ ঘাটতি না থাকা সত্বেও জনবল ও সংক্রমনের ঝুঁকি বিবেচনায় যত্রতত্র টিকার বুথ চালু করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা হয়েছে, টিকা দেয়ার জন্য উপযুক্ত জায়গা নির্ধারণ করার কাজও চলছে। অতিরিক্তি ভিড় এড়াতে এবং সংক্রমণ ঝুঁকির বিষয়টি মাথায় রেখে স্কুল বা কলেজ চত্বরে টিকা বুথ চালু করা হবে বলেও তিনি জানান। পরিকল্পনা অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত বুথে টিকা দেয়ার কার্যত্রম শুরু হলে টিকার জন্য কাউকে বেশিদিন অপেক্ষা করতে হবে না বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদি বলেন, টিকার প্রথম ডোজ পেতে বিপুলসংখ্যক প্রত্যাশীকে নিয়ে আমরা কাজ করছি। নিবন্ধনকারীদের মধ্যে এখন করোনা মোকাবেলায় ফ্রন্ট লাইনে থাকা মানুষ, স্বাস্থ্যকর্মী, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক ও পেশাজীবী ও বয়স্কদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনা হবে বলে তিনি জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, আজ শুক্রবার (২৭ আগস্ট) পর্যন্ত শ্রীমঙ্গলে ৪ হাজারেরও বেশি নমুনা সংগ্রহ করে ৮২৫ জনের দেহে করোনা শনাক্ত এবং ১১ জনের মৃত্যুর রেকর্ড রয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন ৭৮৬ জন। যদিও শনাক্ত ও মৃত্যুর এই সংখ্যা আরো বেশি বলে মনে করেন সাধারণ মানুষ।
এমএসএম / জামান
দক্ষিণ মতলবে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
মধুখালীতে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে তারা মেম্বারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নোয়াখালীতে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান
শালিখায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত
আত্রাইয়ে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
পাবিপ্রবিতে ৫৮ জন গবেষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দর্শনার বিভিন্ন মহল্লায় দাড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারনা
দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে গণসংযোগকালে বাবু খান
শ্রীমঙ্গলে নতুন ওসির যোগদান
শীতের শুরুতেই বারহাট্টায় চিতই-ভাঁপায় মজেছে পিঠাপ্রেমীরা
পীরগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত